আজকাল ওয়েবডেস্ক: মঙ্গলবার অ্যাপল তাদের চিফ অপারেটিং অফিসার (সিওও) হিসেবে সাবিহ খানের নাম ঘোষণা করেছে। জেফ উইলিয়ামসের জায়গায় স্থলাভিষিক্ত হতে চলেছে সাবিহ-র। অ্যাপল জানিয়েছে, ভারতীয় বংশোদ্ভূত এই অধিকর্তা দীর্ঘ পরিকল্পনার অংশ হিসেবে এই নতুন পদে বসবেন। অ্যাপলের সিইও টিম কুকও তাঁর ভূয়সী প্রশংসা করেছেন।
১৯৬৬ সালে উত্তরপ্রদেশের মোরাদাবাদে জন্মগ্রহণ করেন সাবিহ। স্কুলে পড়াশোনা চলাকালীনই তাঁর পরিবারে সিঙ্গাপুরে চলে যায়। পরে আমেরিকায় স্থায়ী ভাবে বসবাস শুরু করে।
নতুন অ্যাপল সিওও টাফ্টস বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতি এবং মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতক ডিগ্রি অর্জন করেছেন। তিনি রেনসেলার পলিটেকনিক ইনস্টিটিউট (আরপিআই) থেকে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতকোত্তর ডিগ্রিও অর্জন করেছেন।
আরও পড়ুন: হাতে এই ‘বার্বি’ পেলেই ছোটোরা হবে খুশি, ভিডিওতে রয়েছে একটি বিশেষ বার্তাও
ভারতীয় বংশোদ্ভূত সাবিহ ১৯৯৫ সালে অ্যাপলে যোগ দেন। গত ৩০ বছর ধরে সংস্থায় তিনি বিভিন্ন পদে কাজ করেছেন। কোম্পানির এক বিবৃতি অনুযায়ী, অ্যাপলের প্রতিটি উদ্ভাবনী পণ্য বাজারে পৌঁছে দেওয়ার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন সাবিহ। অ্যাপলে যোগদানের আগে তিনি জিই প্লাস্টিকসে অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্ট ইঞ্জিনিয়ার এবং কি অ্যাকাউন্ট টেকনিক্যাল লিডার হিসেবে কাজ করতেন।
সাবিহ বর্তমানে অ্যাপলের অপারেশনস বিভাগের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট, বর্তমান সিওও জেফ উইলিয়ামসকে রিপোর্ট করছেন। তবে, এই মাসের শেষে তিনি উইলিয়ামসের স্থলাভিষিক্ত হয়ে এই ভূমিকা গ্রহণ করবেন। উইলিয়ামস অ্যাপলের ডিজাইন টিমের পাশাপাশি কোম্পানির স্বাস্থ্য উদ্যোগের তত্ত্বাবধান করবেন।
