আজকাল ওয়েবডেস্ক: টাইপ ওয়ান ডায়বেটিস সম্পর্কে সচেতনতা গড়ে তুলতে বার্বি নিয়ে এল তার নতুন পুতুল। এমনিতেই বার্বি পুতুল গোটা বিশ্বে তার আলাদা জায়গা করেছে। প্রতিটি ফ্যাশন ডিজাইনার বার্বিকে দেখেই তাদের পোশাক তৈরি করে থাকেন। তবে নতুন এই বার্বি দেখে সকলেই ধন্য ধন্য করে উঠলেন।


এই বার্বির বিশেষত্ব হল তার কাছে একটি ফোন রয়েছে। সেখানে তার অবস্থান জানা যাবে। সেখান থেকেই তার দেহে ইনসুলিনের মাত্রা সে জানতে পারবে। এই পুতুলটির পোশাক একেবারে নীল। তাকে দেখতে অনেকটা কোনও নার্সের মতোই লাগছে।


তবে এই নতুন বার্বি ডল সকলকে টাইপ ওয়ান ডায়বেটিস সম্পর্কে ওয়াকিবহাল করছে। এই বার্বিকে দেখে তাই সকলেই আপ্লুত। যেভাবে প্রতিদিনের সময়ে সকলে ডায়বেটিসে আক্রান্ত হয়েছেন তাতে বার্বির এই নতুন বার্তা সকলকে নতুন পথ দেখাবে।

 

?utm_source=ig_embed&utm_campaign=loading" data-instgrm-version="14"> ?utm_source=ig_embed&utm_campaign=loading" target="_blank" rel="noopener">
 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

?utm_source=ig_embed&utm_campaign=loading" target="_blank" rel="noopener">A post shared by Barbie (@barbie)