আজকাল ওয়েবডেস্ক: গুয়াংডং প্রদেশের ৮২ বছর বয়সী এক বৃদ্ধ তার প্রিয় পোষা বিড়ালের যত্ন নেওয়ার শর্তে নিজের সমস্ত সম্পত্তি দিয়ে দেওয়ার ঘোষণা করেছেন। দক্ষিণ চায়না মর্নিং পোস্টের প্রতিবেদন অনুযায়ী, ‘লং’ নামের ওই ব্যক্তি তার স্ত্রীকে হারিয়েছেন এক দশক আগে এবং তখন থেকেই একমাত্র সঙ্গী হয়ে উঠেছে তার উদ্ধার করা বিড়াল 'শিয়ানবা'।
লং জানিয়েছেন, মৃত্যুর পরে শিয়ানবার ভবিষ্যৎ নিয়ে তিনি চিন্তিত। তাই তার ফ্ল্যাট, সঞ্চয় এবং অন্যান্য সম্পত্তি সেই ব্যক্তিকে দিয়ে যেতে চান, যে স্নেহভরে বিড়ালটির যত্ন নেবে। চীনের সামাজিক মাধ্যমে এ নিয়ে তুমুল আলোড়ন দেখা দিয়েছে। কেউ কেউ বলছেন, উত্তরাধিকারের প্রস্তাব থাকা সত্ত্বেও মানুষ আগ্রহ দেখাচ্ছে না, হয়তো শর্ত কঠিন বা বিড়ালের প্রতি সত্যিকারের ভালোবাসা নেই।
তবে অনেকেই বিনা স্বার্থে বিড়ালটি দত্তক নিতে চেয়েছেন। আবার কেউ কেউ সতর্ক করেছেন, সম্পত্তির লোভে কেউ বিড়ালটিকে গ্রহণ করে পরে অবহেলা করতে পারে। চীনে ২০২১ সাল থেকে কার্যকর হওয়া সিভিল কোড অনুযায়ী, ইচ্ছাপত্রের মাধ্যমে যে কেউ ব্যক্তিগত বা প্রাতিষ্ঠানিকভাবে উত্তরাধিকার দিতে পারেন। তবে নির্দিষ্টভাবে পোষা প্রাণীদের সুরক্ষায় এখনও কোনো আইন নেই।
২০২৪ সালে চীনে পোষা প্রাণীর সংখ্যা ১২ কোটি ৪০ লক্ষ ছাড়িয়েছে এবং বাজারের পরিমাণ ৩০০ বিলিয়ন ইউয়ানে পৌঁছেছে। বৃদ্ধ লং-এর এই সিদ্ধান্ত শুধু একটি বিড়াল নয়, পোষা প্রাণীদের ভবিষ্যৎ নিয়ে বৃহত্তর আলোচনার দরজাও খুলে দিয়েছে।
