আজকাল ওয়েবডেস্ক: যুদ্ধ মেটাতে ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কির সঙ্গে ডোনাল্ড ট্রাম্পের বৈঠকটি ছিল অত্যন্ত ফলপ্রসূ। বৈঠকটিকে ‘চমৎকার’ বলে বর্ণনা করেছেন মার্কিন প্রেসিডেন্ট। শান্তির লক্ষ্যে ২০-দফা পরিকল্পনা নিয়ে আলোচনা করতে ট্রাম্প তাঁর মার-এ-লাগো বাসভবনে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিকে আপ্যায়ন করেন। আদৌ রফাসূত্র মিলল? তার চেয়েও বেশি নজর কেড়েছে এই বৈঠকের আগে ট্রাম্প-জেলেনস্কির করমর্দনের ছবি। দেখা যায়, ট্রাম্পের ডান হাতের তালুর উপরের অংশ চড়া মেকআপ দিয়ে ঢাকা। তাহলে কী প্রেসিডেন্ট কোনও শারীরিক সমস্যা আড়াল করছেন? শুরু হয় জল্পনা।
এর আগেও ট্রাম্পকে হাতে ব্যান্ডেজ এবং মেকআপ-সহ দেখা গিয়েছে। যা ৭৯ বছর বয়সী প্রেসিডেন্টের স্বাস্থ্য নিয়ে জনসাধারণের মধ্যে জল্পনা উস্কে দেয়। তবে হোয়াইট হাউস এই জল্পনা উড়িয়ে দিয়ে বলেছে যে, দৃশ্যমান ক্ষতটি 'অবিরত' করমর্দনের কারণে হয়েছে।
তাঁদের রুদ্ধদ্বার বৈঠকের আগে দুই নেতা রবিবার আমেরিকান প্রেসিডেন্টের বাসভবনের বাইরে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন। ট্রাম্প বলেন, এই বৈঠকটি "ইউক্রেনের জন্য ভাল হবে, সবার জন্য ভাল হবে।"
তবে, সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় ট্রাম্পের ডান হাতে লাগানো বেমানান কনসিলারটি (চড়া মেকআপ) স্পষ্টভাবে দেখা যাওয়ায় তা সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারকারীদের দৃষ্টি আকর্ষণ করে। কেউ কেউ ট্রাম্পের স্বাস্থ্য নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন, আবার কেউ কেউ রসিকতা করে বলেছেন যে, তিনি একজন ডেমোগর্গন (স্ট্রেঞ্জারের মানবাকৃতির প্রাণী)।
একজন ব্যবহারকারী রসিকতা করে লিখেছেন, "যেহেতু সে একজন ডেমোগর্গন, তাই ট্রাম্পের আপসাইড ডাউনে সহজে প্রবেশাধিকার আছে। সে ওই গর্ত দিয়ে পালিয়ে যায়। আপনি তো জানেনই যে ট্রাম্প শব্দটির অনুবাদ হলো ভেকনা?"
আরেকজন এক্স-এ পোস্ট করেছেন, "এগুলো নিশ্চিতভাবেই আইভি দেওয়ার কারণে হওয়া ক্ষত। তারা এ নিয়ে যা-ই বলুক না কেন, তারা মিথ্যা বলছে। কিন্তু তারা নিয়মিত তাঁর শিরায় কিছু একটা দিচ্ছে।"
"ট্রাম্প ঠিক কীসের চিকিৎসা নিচ্ছেন? তিনি কী লুকাচ্ছেন?" একজন সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারকারী প্রশ্ন করেছেন।
এই মাসের শুরুতে, প্রেসিডেন্ট ট্রাম্পের হাতে ব্যান্ডেজ দেখা যাওয়ার পর হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লেভিট একটি অদ্ভুত ব্যাখ্যা দিয়েছিলেন। লেভিট বলেছিলেন, "প্রেসিডেন্ট প্রতিনিয়ত করমর্দন করেন। পূর্ববর্তী শারীরিক পরীক্ষার রিপোর্ট অনুযায়ী তিনি প্রতিদিন অ্যাসপিরিনও সেবন করেন। আপনি যে ক্ষত দেখছেন এটা তারই প্রভাব।"

ক্যারোলিন লেভিট এই মন্তব্য চলতি বছরের ফেব্রুয়ারিতে করা তাঁর দাবির যেন প্রতিধ্বনি ছিল। সেই সময়েও প্রেসিডেন্টের ডান হাতে একটি কালো-নীল ক্ষত দেখা গিয়েছিল। তিনি তখন বলেছিলেন, "প্রেসিডেন্ট ট্রাম্প একজন গণমানুষের নেতা এবং ইতিহাসের অন্য যেকোনও প্রেসিডেন্টের চেয়ে তিনি প্রতিদিন বেশি আমেরিকানদের সঙ্গে দেখা করেন ও তাঁদের সঙ্গে করমর্দন করেন।"
ট্রাম্প ধারাবাহিকভাবে তাঁর স্বাস্থ্য নিয়ে উদ্বেগসমুহ উড়িয়ে দিয়েছেন, নিজেকে তাঁর পূর্বসূরি জো বাইডেনের সঙ্গে তুলনা করে দাবি করেছেন যে - তিনি শারীরিকভাবে সম্পূর্ণ সুস্থ আছেন।
এই মাসের শুরুতে, তিনি ট্রুথ সোশ্যালে একটি দীর্ঘ বার্তা পোস্ট করে নিজের শারীরিক সুস্থতা নিয়ে প্রশ্ন তোলা সাংবাদিকদের বিরুদ্ধে "রাষ্ট্রদ্রোহ, এমনকী বিশ্বাসঘাতকতা" করার অভিযোগ এনেছিলেন।
