আজকাল ওয়েবডেস্ক: দলাই লামার উত্তরসূরি নির্বাচন নিয়ে চলমান আন্তর্জাতিক আলোচনার প্রেক্ষিতে ভারত সরকার স্পষ্ট জানিয়ে দিল—ধর্মীয় বিশ্বাস ও আচার-আচরণ সংক্রান্ত বিষয়ে কোনও অবস্থান নেয় না তারা। পররাষ্ট্র মন্ত্রকের মুখপাত্র রন্ধীর জয়সওয়াল শুক্রবার বলেন, “দলাই লামার বক্তব্য নিয়ে আমরা অবগত। তবে ভারত সরকার ধর্মীয় বিশ্বাস বা প্রথা নিয়ে কোনও মন্তব্য করে না।” তিনি জানান, ভারত সংবিধান অনুযায়ী ধর্মীয় স্বাধীনতার পক্ষে এবং তা ভবিষ্যতেও বজায় থাকবে।
এই মন্তব্য এসেছে এমন সময়ে, যখন চীন কিরেন রিজিজুর একটি মন্তব্যে আপত্তি জানায়। কেন্দ্রীয় সংখ্যালঘু বিষয়ক মন্ত্রী রিজিজু বলেছিলেন, “দলাই লামার উত্তরসূরি কে হবেন, তা একমাত্র দালাই লামাই ঠিক করবেন। এতে বেইজিংয়ের কোনও অধিকার নেই।” ভারত যেখানে ধর্মীয় নিরপেক্ষতা বজায় রেখেছে, সেখানে চীন চাইছে দলাই লামার পুনর্জন্ম বা উত্তরাধিকার নির্ধারণে তাদের অনুমোদন আবশ্যক হোক। ভারত এই দাবিকে প্রত্যাখ্যান করেছে।
তিব্বতি শরণার্থীদের আশ্রয়দাতা ভারত এই স্পর্শকাতর বিষয়ে কৌশলগতভাবে নিরপেক্ষ অবস্থান ধরে রেখেছে, যাতে ধর্মীয় স্বাধীনতা ও আন্তর্জাতিক সম্পর্ক—দুটোই সুরক্ষিত থাকে।
