আজকাল ওয়েবডেস্ক: কেন্দ্রীয় সরকার সোমবার সশস্ত্র বাহিনীর জন্য প্রায় ৭৯,০০০ কোটি টাকা মূল্যের প্রতিরক্ষা সরঞ্জাম কেনা বা লিজ নেওয়ার একাধিক প্রস্তাবে অনুমোদন দিয়েছে। নয়াদিল্লিতে প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংয়ের সভাপতিত্বে অনুষ্ঠিত প্রতিরক্ষা অধিগ্রহণ পরিষদ (ডিফেন্স অ্যাকুইজিশন কাউন্সিল বা ডিএসি) সেনাবাহিনী, নৌবাহিনী এবং বিমানবাহিনীর জন্য সরঞ্জাম (বেশিরভাগই দেশীয়ভাবে কেনা) সংগ্রহের জন্য ‘অ্যাকসেপ্টেন্স অফ নেসেসিটি’ (AON) অনুমোদন করেছে অর্থাৎ নীতিগতভাবে সম্মতি প্রদান করেছে। এই AON অনুমোদন যদিও বড় আকারের অস্ত্র ক্রয়ের নিশ্চয়তা দেয় না। এই বিষয়টি শেষ পর্যন্ত নিরাপত্তা বিষয়ক মন্ত্রিসভা কমিটি দ্বারা অনুমোদিত হতে হবে। যার একজন সদস্য স্বয়ং প্রতিরক্ষামন্ত্রী।
এক্স-এ একটি পোস্টে রাজনাথ লিখেছেন, “আজ অনুষ্ঠিত প্রতিরক্ষা অধিগ্রহণ পরিষদ (ডিএসি)-এর বৈঠকে তিন বাহিনীর বিভিন্ন প্রস্তাবের জন্য প্রায় ৭৯,০০০ কোটি টাকার ‘অনুমোদন' (অ্যাকসেপ্টেন্স অফ নেসেসিটি, এওএন) দেওয়া হয়েছে।” তিনি আরও লিখেছেন, “প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বে প্রতিরক্ষা মন্ত্রক ভারতের প্রতিরক্ষা ব্যবস্থাকে শক্তিশালী করার জন্য অক্লান্ত পরিশ্রম করে চলেছে। আজ নেওয়া সিদ্ধান্তগুলি সশস্ত্র বাহিনীর ক্ষমতা বৃদ্ধিতে সহায়তা করবে।”
প্রতিরক্ষা মন্ত্রকের মতে, সোমবার, ২৯ ডিসেম্বর প্রতিরক্ষা সরঞ্জাম ক্রয় সংক্রান্ত কমিটির বৈঠক অনুষ্ঠিত হয়। এই বৈঠকে ভারতীয় সেনাবাহিনীর জন্য আর্টিলারি রেজিমেন্টের জন্য লয়টার মিউনিশন সিস্টেম, লো লেভেল লাইট ওয়েট রাডার, পিনাকা মাল্টিপল লঞ্চ রকেট সিস্টেমের (এমআরএলএস) জন্য দূরপাল্লার গাইডেড রকেট গোলাবারুদ এবং ইন্টিগ্রেটেড ড্রোন ডিটেকশন অ্যান্ড ইন্টারডিকশন সিস্টেম মার্ক-২ সংগ্রহের জন্য প্রাথমিক অনুমোদন দেওয়া হয়েছে।
একটি প্রেস বিবৃতিতে মন্ত্রক জানিয়েছে, লয়টারিং যুদ্ধাস্ত্র কৌশলগত লক্ষ্যবস্তুতে নির্ভুল আঘাত হানার জন্য ব্যবহৃত হবে। অন্যদিকে নিম্ন উচ্চতার হাল্কা রাডারগুলি ছোট আকারের, নীচ দিয়ে ওড়া মনুষ্যবিহীন আকাশযান শনাক্ত ও ট্র্যাক করবে। দূরপাল্লার গাইডেড রকেটগুলি পিনাকা এমআরএলএস-এর পাল্লা ও নির্ভুলতা বৃদ্ধি করে গুরুত্বপূর্ণ লক্ষ্যবস্তুকে মোকাবিলা করতে সাহায্য করবে। উন্নত পাল্লা-সহ ইন্টিগ্রেটেড ড্রোন ডিটেকশন অ্যান্ড ইন্টারডিকশন সিস্টেম এমকে-২ যুদ্ধক্ষেত্র ভারতীয় সেনাবাহিনীর গুরুত্বপূর্ণ সম্পদ রক্ষা করবে।
ভারতীয় নৌবাহিনীর জন্য বলার্ড পুল (বিপি) টাগ, হাই ফ্রিকোয়েন্সি সফটওয়্যার ডিফাইন্ড রেডিও (এইচএফ এসডিআর) ম্যানপ্যাক সংগ্রহ এবং হাই অল্টিটিউড লং রেঞ্জ (এইচএএলই) রিমোটলি পাইলটেড এয়ারক্রাফট সিস্টেম (আরপিএএস) লিজ নেওয়ার জন্য অনুমোদন দেওয়া হয়েছে।
ভারতীয় বিমানবাহিনীর জন্য অটোমেটিক টেক-অফ ল্যান্ডিং রেকর্ডিং সিস্টেম, অ্যাস্ট্রা এমকে-২ ক্ষেপণাস্ত্র, ফুল মিশন সিমুলেটর এবং স্পাইস-১০০০ লং রেঞ্জ গাইডেন্স কিট ইত্যাদি সংগ্রহের জন্য অনুমোদন দেওয়া হয়েছে।
