আজকাল ওয়েবডেস্ক: ভারতের প্রতিরক্ষা গবেষণা ও উন্নয়ন সংস্থা ডিআরডিও ২৯ ডিসেম্বর সোমবার ওড়িশার চাঁদিপুরে অবস্থিত ইন্টিগ্রেটেড টেস্ট রেঞ্জে (ITR) পিনাকা লং রেঞ্জ গাইডেড রকেট (LRGR–120)-এর প্রথম পরীক্ষামূলক উড়ান সফলভাবে সম্পন্ন করেছে। এই পরীক্ষায় রকেটটির সর্বোচ্চ ১২০ কিলোমিটার পাল্লা যাচাই করা হয় এবং পরিকল্পনা সমস্ত উড়ানের সময় ইন-ফ্লাইট ম্যানুভার নিখুঁতভাবে সম্পন্ন হয়। লক্ষ্যবস্তুকে রকেটটি অত্যন্ত নিখুঁতভাবে আঘাত হানে বলে জানিয়েছে ডিআরডিও।

পরীক্ষার সময় মোতায়েন করা সমস্ত রেঞ্জ ইন্সট্রুমেন্ট রকেটটির সম্পূর্ণ গতিপথ জুড়ে উড়ান সফলভাবে ট্র্যাক করে। এই লং রেঞ্জ গাইডেড রকেটটি আর্মামেন্ট রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট এস্টাব্লিশমেন্ট (ARDE)-এর নেতৃত্বে ডিজাইন করা হয়েছে। সহায়তা করেছে হাই এনার্জি ম্যাটেরিয়ালস রিসার্চ ল্যাবরেটরি (HEMRL), ডিফেন্স রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট ল্যাবরেটরি (DRDL) এবং রিসার্চ সেন্টার ইমারাত (RCI)।

এই পরীক্ষামূলক উড়ান পরিচালনা ও সমন্বয়ের দায়িত্বে ছিল ইন্টিগ্রেটেড টেস্ট রেঞ্জ (ITR) এবং প্রুফ অ্যান্ড এক্সপেরিমেন্টাল এস্টাব্লিশমেন্ট (P&EE)। পরীক্ষায় রকেটটি সেনাবাহিনীতে ব্যবহৃত (ইন-সার্ভিস) পিনাকা লঞ্চার থেকেই উৎক্ষেপণ করা হয়। এর মাধ্যমে একই লঞ্চার থেকে বিভিন্ন পাল্লার পিনাকা রকেট উৎক্ষেপণের সক্ষমতা সফলভাবে প্রমাণিত হয়েছে।

এই সাফল্যের জন্য প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং ডিআরডিও-কে অভিনন্দন জানিয়েছেন। তিনি বলেন, “দীর্ঘ পাল্লার গাইডেড রকেটের সফল নকশা ও উন্নয়ন সশস্ত্র বাহিনীর সক্ষমতা বহুগুণে বাড়াবে।” রাজনাথ এটিকে একটি ‘গেম চেঞ্জার’ হিসেবে উল্লেখ করেছেন।

ডিফেন্স রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট বিভাগের সচিব ও ডিআরডিও-র চেয়ারম্যান ড. সমীর ভি কামাত স্বয়ং এই উড়ান পরীক্ষা প্রত্যক্ষ করেন এবং নির্ধারিত লক্ষ্য সফলভাবে অর্জনের জন্য সংশ্লিষ্ট সমস্ত দলকে অভিনন্দন জানান।

প্রসঙ্গত, সোমবারই প্রতিরক্ষা মন্ত্রক ভারতের তিন বাহিনীর অস্ত্রভাণ্ডার ঢেলে সাজানোর জন্য ৭৯ হাজার কোটি টাকার অনুমোদন দিয়েছে।প্রতিরক্ষা মন্ত্রক জানিয়েছে, সোমবার, ২৯ ডিসেম্বর প্রতিরক্ষা সরঞ্জাম ক্রয় সংক্রান্ত কমিটির বৈঠক অনুষ্ঠিত হয়। এই বৈঠকে ভারতীয় সেনাবাহিনীর জন্য আর্টিলারি রেজিমেন্টের জন্য লয়টার মিউনিশন সিস্টেম, লো লেভেল লাইট ওয়েট রাডার, পিনাকা মাল্টিপল লঞ্চ রকেট সিস্টেমের (এমআরএলএস) জন্য দূরপাল্লার গাইডেড রকেট গোলাবারুদ এবং ইন্টিগ্রেটেড ড্রোন ডিটেকশন অ্যান্ড ইন্টারডিকশন সিস্টেম মার্ক-২ সংগ্রহের জন্য প্রাথমিক অনুমোদন দেওয়া হয়েছে।