আজকাল ওয়েবডেস্ক: কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) বায়োটেকনোলজি অ্যান্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং বিভাগের সহযোগী অধ্যাপক ড. আজিজুল ইসলামের বিরুদ্ধে যৌন হয়রানিসহ নানা অশালীন আচরণের অভিযোগ উঠেছে। গত ২২ জুন বিভাগের সভাপতির কাছে লিখিত অভিযোগ দেন ডজনখানেক ছাত্রী। অভিযোগের প্রাথমিক সত্যতা পাওয়ার পর একাডেমিক কমিটির সিদ্ধান্তে অভিযুক্ত শিক্ষককে অনির্দিষ্টকালের জন্য বিভাগীয় কার্যক্রম থেকে বিরত থাকার নির্দেশ দেওয়া হয়েছে।
অভিযোগপত্রে এক ছাত্রী জানান, আজিজুল ইসলাম ক্লাসে কুরুচিপূর্ণ ইঙ্গিত, বডি শেমিং এবং ব্যক্তিগত জীবন নিয়ে আপত্তিকর মন্তব্য করতেন। এছাড়া, ভিডিও কল দেওয়া, কল না ধরলে নম্বর কমিয়ে দেওয়ার হুমকিসহ নানা আচরণের কথা উল্লেখ করেন অভিযোগকারীরা। অভিযুক্ত শিক্ষক দাবি করেছেন, তার কথাবার্তা ও আচরণকে ভুলভাবে ব্যাখ্যা করা হয়েছে এবং এটি তার বিরুদ্ধে একটি পরিকল্পিত ষড়যন্ত্র।
বিভাগীয় প্রধান অধ্যাপক ড. একেএম নাজমুল হুদা বলেন, অভিযোগের ভিত্তিতে একাডেমিক কমিটির সিদ্ধান্ত অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে এবং পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত তিনি বিভাগের কাজ থেকে বিরত থাকবেন।
