আজকাল ওয়েবডেস্ক: গৃহস্থালি রান্নায় এক মুহূর্তের অবহেলা কেড়ে নিল এক ব্যক্তির প্রাণ। প্রেসার কুকারে তন্দুরি বানাতে গিয়ে বিস্ফোরণে নিহত হলেন বছর চল্লিশের রমেশ যাদব। পরিবার সূত্রে জানা গেছে, ঘটনার দিন সন্ধ্যায় রান্নাঘরে গ্যাসের ফুল ফ্লেমে প্রেসার কুকারে মাংস রান্না করছিলেন রমেশ। তাঁর স্ত্রী বারবার সাবধান করে বলেছিলেন, এইভাবে প্রেসার কুকারে তন্দুরি বানানো বিপজ্জনক হতে পারে। কিন্তু স্ত্রীর কথায় কর্ণপাত না করে তিনি নিজের মতো করেই রান্না শুরু করেন। কিছুক্ষণ পরই বিকট শব্দে কুকার ফেটে যায় এবং রমেশ গুরুতরভাবে দগ্ধ হন।

তাঁকে সঙ্গে সঙ্গে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হলেও, চিকিৎসকেরা মৃত বলে ঘোষণা করেন। স্ত্রী শক ও দুঃখে বাকরুদ্ধ। প্রতিবেশীদের মতে, দাম্পত্য জীবনে একাধিক বিষয়ে মতবিরোধ থাকলেও রান্না নিয়ে এত বড় দুর্ঘটনা ঘটবে, কেউ ভাবতে পারেননি। পুলিশ প্রাথমিকভাবে এটিকে দুর্ঘটনাজনিত মৃত্যু বলেই দেখছে। তবে রান্নার সময় অতিরিক্ত চাপ ও তাপমাত্রাই যে বিপর্যয়ের মূল কারণ, তা মানছেন বিশেষজ্ঞরাও। একটি ছোট ভুল, আর অনিচ্ছাকৃত জেদ—ফলে চিরতরে নিভে গেল এক প্রাণ।