আজকাল ওয়েবডেস্ক: ব্রেডন ম্যাকালামের উত্তরসূরি হওয়ার প্রসঙ্গ উড়িয়ে দিলেন অ্যান্ড্রু ফ্লিনটফ। বেশ কয়েকদিন ধরেই কানাঘুষো শোনা যাচ্ছিল। কিন্তু পুরোপুরি অস্বীকার করেন ইংল্যান্ডের প্রাক্তন অধিনায়ক। বরং, 'বাজ'কে ইংল্যান্ডের সেরা কোচের অ্যাখ্যা দিলেন। ইংল্যান্ড লায়ন্স এবং নর্দার্ন সুপারচারজার্সের হয়ে সফল ফ্লিনটফ। জানান, বর্তমান ভূমিকায় তিনি সন্তুষ্ট। জাতীয় দলে ম্যাককালামের কোচিংয়ের প্রশংসা করেন। ফ্লিনটফ বলেন, 'আমি এই নিয়ে ভাবছি না। বাজ ম্যাকালাম অসাধারণ। ইংল্যান্ডের সর্বশ্রেষ্ঠ কোচ। ও অনবদ্য। দলের মধ্যে যে সংস্কৃতি তৈরি করেছে, সেটাও দারুণ। অনেকটা যেমন ফুটবলে গ্যারেথ সাউথগেট করেছিল। ওরা শুধু ভাল প্লেয়ারই নয়, ভাল মানুষও।'

মারাত্মক গাড়ি দুর্ঘটনা থেকে সফলভাবে কোচিংয়ে ফেরেন ফ্লিনটফ। ইংল্যান্ড লায়ন্সের কোচিং করেন। দ্য হানড্রেড এ নর্দার্ন সুপারচারজার্সের কোচ ছিলেন। গতবছরের তুলনায় ভাল খেলে দল। ২০২৩ সেপ্টেম্বরে তারকা ক্রিকেটারের কোচিং জীবনে পদার্পণ। ম্যাথিউ মটের সাদা বলের কোচিং দলের সঙ্গে যোগ দেন। যদিও সেবছর ভারতে বিশ্বকাপে অংশ নেয়নি। টি-২০ বিশ্বকাপে ইংল্যান্ডের কোচিং দলের অঙ্গ ছিলেন তিনি। সেমিফাইনাল থেকে বিদায় নেয় দল। সম্প্রতি ভারতীয় এ দলের বিরুদ্ধে ইংল্যান্ড লায়ন্সের কোচ ছিলেন। ফ্লিনটফ জানান, এই মুহূর্তে তিনি সঠিক জায়গায় রয়েছেন। আপাতত বদলের কোনও ভাবনা নেই তাঁর। প্রসঙ্গত, ২০২৭ বিশ্বকাপ পর্যন্ত ম্যাকালামের সঙ্গে চুক্তি আছে। সব ফরম্যাটেই ইংল্যান্ডের দায়িত্বে বাজ।