আজকাল ওয়েবডেস্ক: সম্প্রতি ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম টেস্টের প্রথম ইনিংসে শতরান করে সামারসল্ট মেরে সেলিব্রেশন করেছিলেন ঋষভ। গোটা ভারত তাঁর ইনিংস এবং সেলিব্রেশনের প্রশংসা করেছিল। কিন্তু পন্থের সেই সামারসল্ট নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন তাঁর চিকিৎসক ডঃ দিনশ পার্দিওয়ালা। ২০২২ সালে প্রায় প্রাণঘাতী গাড়ি দুর্ঘটনার পর পন্থকে সুস্থ করে তোলেন এই বিশিষ্ট অর্থোপেডিক সার্জেন। তাঁর মতে, শতরানের পর পন্থের সামারসাল্ট মেরে উদ্যাপন ‘অপ্রয়োজনীয়’ ছিল।
এক সাক্ষাৎকারে তিনি জানান, ‘ঋষভ একজন প্রশিক্ষিত জিমনাস্ট। ও দেখতে বড় চেহারার হলেও দারুণ ফ্লেক্সিবল। সেই কারণেই ওর সাম্প্রতিক কিছু সমারসাল্ট দেখে অবাক হই না’। তিনি আরও বলেন, ‘এটা বহুবার অনুশীলন করা এবং নিখুঁতভাবে করা স্টেপ। তবুও বলব এটা অপ্রয়োজনীয় ছিল’। প্রসঙ্গত, ২০২২ সালের ৩০ ডিসেম্বর দিল্লি থেকে রুরকির পথে গাড়ি চালিয়ে আসার সময় একটি ডিভাইডারে ধাক্কা খেয়ে দুর্ঘটনার কবলে পড়েন ঋষভ। তাঁকে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়।
সেই সময়ের কথা স্মরণ করে ডঃ পার্দিওয়ালা বলেন, ‘ঋষভ যখন প্রথম হাসপাতালে আসে, ওর ডান হাঁটুটা ছিল ডিসলোকেটেড। ডান পায়ের গোড়ালিতে চোট ছিল। সারা গায়ে ছোটোখাটো বহু জখম। এমনকি গাড়ির রাস্তার সঙ্গে ঘর্ষণের ফলে ওর গলা থেকে হাঁটু অবধি চামড়া উঠে গিয়েছিল’। চিকিৎসক বলেন, ‘ঋষভ ভীষণ ভাগ্যবান ছিল। ওর বেঁচে থাকাটাই ছিল আশ্চর্যের। যখন ওকে হাসপাতালে আনা হয়, ওর প্রথম প্রশ্নই ছিল, ‘আমি আবার খেলতে পারব তো?’। প্রসঙ্গত, ঋষভ পন্থ বর্তমানে জাতীয় দলে ফেরার পর থেকেই ভাল ফর্মে রয়েছেন এবং সাম্প্রতিক ইংল্যান্ড সিরিজে দুরন্ত পারফরম্যান্স করেছেন।
