আজকাল ওয়েবডেস্ক: গ্রাসরুট লেভেলে টেনিস বল ক্রিকেটকে আরও শক্তিশালী করতে বড়সড় পদক্ষেপ নিল ড্রিম লিগ অব ইন্ডিয়া। এবার জাতীয় মঞ্চে গলি ক্রিকেট। শুরু হবে কলকাতায়। এছাড়াও হবে চেন্নাই এবং মুম্বইয়ে। শনিবার কলকাতায় এক সাংবাদিক সম্মেলনে‌ এই ঘোষণা করা হয়। বেঙ্গল গলি প্রিমিয়ার লিগ এবার থেকে কলকাতা অঞ্চলের জন্য ডিএলআই-এর অনুমোদিত পার্টনার। এদিন দুই সংস্থার কর্তারা উপস্থিত ছিলেন। তাঁরা জানান, রাস্তাঘাটে খেলা প্রতিভাবান খেলোয়াড়দের জাতীয় এবং আন্তর্জাতিক স্তরে তুলে ধরার লক্ষ্যেই এই যৌথ উদ্যোগ।

বেঙ্গল গলি প্রিমিয়ার লিগের পক্ষে থেকে জানানো হয়, তাঁরা ড্রিম লিগ অব ইন্ডিয়ার সারা দেশে গ্রাসরুট লেভেলে কাজ দেখে মুগ্ধ হয়েছে। ডিএলআই‌-এর গঠন, প্রতিভা অন্বেষণ এবং জাতীয় স্তরের সুযোগ দেখে তারা কলকাতা অঞ্চলের অ্যাফিলিয়েট পার্টনার হওয়ার সিদ্ধান্ত নেয়। ড্রিম লিগ অব ইন্ডিয়ার বিশেষজ্ঞ এবং প্রাক্তন ভারতীয় ক্রিকেটার চৈতন্য নন্দা বলেন, 'এই পার্টনারশিপ আমাদের লক্ষ্যকে বিস্তৃত করার দিকে বড় পদক্ষেপ। বাংলায় প্রচুর ক্রিকেট প্রতিভা রয়েছে, বিজিপিএল-এর মাধ্যমে আমরা সেগুলোকে তুলে ধরতে চাই।' বিজিপিএল-এর এক মুখপাত্র বলেন, 'আমরা শুরু থেকেই গ্রাসরুট ক্রিকেটে বিশ্বাস করি। ড্রিম লিগ অব ইন্ডিয়ার দৃষ্টিভঙ্গি ও গঠন দেখে আমরা নিশ্চিত হয়েছি যে এটাই সঠিক দিশা। আমাদের লক্ষ্য, কলকাতার প্রতিটি প্রতিভাবান খেলোয়াড়কে সুযোগ দেওয়া।'

২০২৫ সালের মে মাসে সার্ভোটেক স্পোর্টস চালু করে ড্রিম লিগ অব ইন্ডিয়া। যা টেনিস ক্রিকেট বলের এক অনন্য লিগ। এই লিগের মাধ্যমে খেলোয়াড়েরা সুযোগ পাবেন ভারতীয় দলের হয়ে টেনিস ক্রিকেট বলে ওয়ার্ল্ড কাপ এবং এশিয়া কাপে খেলার। সারা দেশে হবে এই লিগ, এবং এখান থেকেই বেছে নেওয়া হবে জাতীয় দলের খেলোয়াড়। ড্রিম লিগ অব ইন্ডিয়ার দুটো বিভাগ থাকবে। জুনিয়র এবং সিনিয়র। প্রতিটি বিভাগে ছ'টি ফ্র্যাঞ্চাইজি খেলবে। এই লিগের মূল উদ্দেশ্য হল টেনিস বল ক্রিকেটের তৃনমূল স্তর থেকে প্রতিভাবান খেলোয়াড় তুলে আনা এবং তাঁদের জাতীয় এবং আন্তর্জাতিক মঞ্চে সুযোগ দেওয়া। ৮৬০ জন জুনিয়র এবং ৮৬০ জন সিনিয়র খেলোয়াড় বেছে নেওয়া হবে নিলামের জন্য। এই উদ্যোগকে আরও আকর্ষণীয় করে তুলতে ডিএলআই-এর কমিশনার করা হয়েছে জনপ্রিয় বলিউড অভিনেতা সোনু সুদকে।