আজকাল ওয়েবডেস্ক: এজবাস্টন টেস্টের প্রস্তুতি শুরু করে দিল ভারতীয় দল। কিন্তু নেট সেশনে দেখা মিলল না যশপ্রীত বুমরার। বাইরে বসেই ট্রেনিং দেখলেন তারকা পেসার। বুধবার বার্মিংহ্যামের উদ্দেশে রওনা দেয় টিম ইন্ডিয়া। একদিন বিশ্রামের পর শুক্রবার থেকে শুরু করে দিল ট্রেনিং। এদিন প্রথম নেট সেশনে অংশ নেয় শুভমন গিলরা। লিডসে পাঁচ উইকেটে হারের পর এই প্রথম মাঠে নামল টিম ইন্ডিয়া। সবাই মাঠে উপস্থিত ছিল। ছিলেন যশপ্রীত বুমরাও। কিন্তু ট্রেনিংয়ে অংশ নেননি তিনি। প্রসিদ্ধ কৃষ্ণও নেটে বল করেননি। কোনও ড্রিলেও অংশ নেননি। বাকিরা পুরোদমে প্র্যাকটিস করে। বোলিংয়ের পাশাপাশি ব্যাটিংয়েও নজর দেন মহম্মদ সিরাজ। অর্শদীপ এবং আকাশ দীপের সঙ্গে আলাদা কথা বলতে দেখা যায় গৌতম গম্ভীরকে।
নেটে বেশ কিছুক্ষণ ব্যাট করেন শুভমন গিল এবং ঋষভ পন্থ। বুমরা এবং প্রসিদ্ধ ছাড়া বাকিরা নেটে ঘাম ঝরায়। লিডস টেস্ট হারের পর প্রশ্ন উঠলেও, ক্রিকেটাররা হালকা মেজাজেই ছিলেন। বর্তমানে পরিবর্তনের মধ্যে দিয়ে যাচ্ছে ভারতীয় দল। বিরাট কোহলি, রোহিত শর্মার অনুপস্থিতিতে দলকে রানের পাহাড়ে খাড়া করার দায়িত্ব নিয়ে নেয় তরুণ ব্রিগেড। তাতে সফলও। ভারতীয় ইনিংসে প্রথম টেস্টে পাঁচটি শতরান। তবে লোয়ার অর্ডারের ব্যর্থতার, বোলিং এবং ফিল্ডিংয়ের জন্য ম্যাচ খোয়াতে হয়। বৃহস্পতিবার বার্মিংহ্যামের একটি অ্যাডভেঞ্চার পার্কে টিম বন্ডিং সেশন হয়। এবার যাবতীয় নজর বুমরার দিকে। প্রথম টেস্টে ৪৪ ওভার বল করেছেন। পাঁচের মধ্যে তিনটে টেস্ট খেলবেন তারকা পেসার। এজবাস্টনে কি তাঁকে দেখা যাবে? এটাই এখন সবচেয়ে বড় প্রশ্ন।
