আজকাল ওয়েবডেস্ক: লিডস টেস্ট হারতে হয়েছে। এখন অনন্ত চাপ টিম ইন্ডিয়ার উপর। হাতে রয়েছে চারটি টেস্ট। তার মধ্যে দুটিতে খেলানো হবে বুমরাকে। কোন দুটি? আগে ঠিক ছিল হেডিংলিতে জিতলে বুমরাকে এজবাস্টন টেস্টে বিশ্রাম দেওয়া হবে। কারণ এজবাস্টনে ব্যাটিং উইকেট। বুমরা আবার খেলবেন তৃতীয় টেস্ট লর্ডসে। কিন্তু হারটাই সবকিছু বদলে দিয়েছে। যদিও বৃহস্পতিবার রাতের দিকে বোর্ড সূত্রে খবর, দ্বিতীয় টেস্টে বুমরাকে টিমের বাইরে রাখার সম্ভাবনা প্রবল।
 
 প্রথম টেস্টে হেডিংলিতে ৪৪ ওভার বোলিং করেছেন বুমরা। সুতরাং অনেকটাই ওয়ার্কলোড পড়েছে তাঁর উপর। প্রথম ইনিংসে পাঁচ উইকেট পেলেও অবশ্য দ্বিতীয় ইনিংসে উইকেট পাননি। দলকে হারতে হয়েছে। তবুও যা খবর, এজবাস্টনের দ্বিতীয় টেস্টে তিনি সম্ভবত মাঠে নামতে পারবেন না। ১০ জুলাই লর্ডসের তৃতীয় টেস্টে তাঁর ফিরে আসার সম্ভাবনা। তারপর চতুর্থ টেস্ট ২৩–২৭ জুলাই ম্যাঞ্চেস্টারে। সেই অঙ্কে প্রতি টেস্টের আগেই অন্তত এক সপ্তাহ বিশ্রাম থাকছে, যাতে বুমরা রিকভারি টাইম পেতে পারেন। 
 
 তবে এটাও মানতে হবে এজবাস্টনে বুমরা খেললেন না আর ভারত হারল, সেক্ষেত্রে বাকি তিনটি ম্যাচ জেতার বিপুল চাপ তৈরি হবে টিম ইন্ডিয়ার উপর।
 
 এখন কোটি টাকার প্রশ্ন বুমরা না খেললে সেই জায়গায় কে? বাকি পেসারদের মধ্যে যারা লিডসে ছিলেন সেই সিরাজ, কৃষ্ণা, শার্দূলদের কথা না বলাই ভাল। বুমরাকে সাহায্য করতেই পারেননি। তার উপর বুমরা এজবাস্টনে না থাকলে হয়ত খেলবেন অর্শদীপ বা আকাশ দীপ। আর অর্শদীপ খেললে তাঁর হবে অভিষেক। চাপ থাকবে প্রচুর তরুণ পেসারের উপর। আকাশ দীপ আগে টেস্ট খেললেও কখনও ইংল্যান্ডে খেলেননি। তাছাড়া গড় আহামরি নয় আকাশের। দেশের হয়ে ৭টি টেস্ট খেললেও নিয়েছেন মাত্র ১৫ উইকেট। 
