বৃহস্পতিবার ১৬ অক্টোবর ২০২৫
সম্পূর্ণ খবর
AD | ২৪ জুন ২০২৫ ১৬ : ৪১Abhijit Das
বুড়োশিব দাশগুপ্ত
ভারতের তেলের ৮০ শতাংশেরও বেশি আসে মধ্যপ্রাচ্য থেকে, বিশেষ করে ইরান থেকে। দেশের পরমাণু কেন্দ্রে আমেরিকার বোমা হামলার পর পারস্য উপসাগরে হরমুজ প্রণালী বন্ধ করে দেওয়ার কথা ঘোষণা করেছে ইরান। এই পদক্ষেপে বিশ্বজুড়ে তেল সরবরাহ প্রভাবিত হতে পারে। যার ফলে তেলের দাম বৃদ্ধি পেতে পারে এবং মুদ্রাস্ফীতি আকাশছোঁয়া হওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে।
আন্তর্জাতিক বাজারে ব্যারেল প্রতি অপরিশোধিত তেলের দাম ১০০ ডলারের আশেপাশে ঘোরাফেরা করছে। ভূরাজনৈতিক টালমাটাল পরিস্থিতিতে সেই দাম ১৫০ ডলার ছুঁতে পারে কিংবা তার বেশিও হতে পারে। বিশেষজ্ঞদের মতে, ব্যারেল প্রতি তেলের দাম ১০ ডলার বৃদ্ধি পেলে পেট্রলের দাম সাত টাকা বৃদ্ধি পেতে পারে। ইজরায়েল-ইরান সংঘাত তীব্রতর হচ্ছে, আমেরিকা যুদ্ধক্ষেত্রে পা রেখেছে, এর অর্থ ভারতীয় অর্থনীতির খারাপ সময় আসতে চলেছে।
মধ্যপ্রাচ্যে ইরান এবং ইজরায়েলের সংঘাতের ইতিহাস বহু পুরনো। প্যালেস্তাইন যেভাবে একটানা ইজরায়েলের হামলার পরেও মাথা তুলে রয়েছে তার নেপথ্যে রয়েছে ইরান। প্যালেস্তাইনের অংশ থেকেই ইজরায়েলের জন্ম, কিন্তু প্যালেস্তিনিয়রা সেটি কখনওই মেনে নেয়নি। এখন ইজরায়েল প্যালেস্তাইনের আরও অংশ দখল করতে চায় এবং আমেরিকা প্রকাশ্যে ইজরায়েলের এই পদক্ষেপকে সমর্থন করছে। প্রেসিডেন্ট ট্রাম্প তো বলেই ছিলেন, গাজা দখল করে সেটিকে পর্যটনস্থলে পরিণত করবেন।
ট্রাম্প সবসময় বিশ্বের নানা দেশের সম্পদের দিকে নজর দিয়ে আসছেন। ইউক্রেন-রাশিয়া সংঘাতের সময় জেলেনস্কিকে বলেছিলেন যে তিনি ইউক্রেনকে সমর্থন করবেন যদি আমেরিকাকে ইউক্রেনের খনিজ সম্পদ ব্যবহার করতে দেওয়া হয়। তেলের ভাণ্ডারের জন্য মধ্যপ্রাচ্য সবসময় আমেরিকার নিশানায় রয়েছে। পশ্চিম এশিয়ার বিভিন্ন দেশে তাদের সামরিক ঘাঁটি রয়েছে। কিন্তু তারপরেও তেলের ভাণ্ডারের সম্পূর্ণ দখল নিতে পারেনি। 'গণবিধ্বংসী অস্ত্র' (WMD)-এর মিথ তৈরি করে ইরাককে সম্পূর্ণ রূপে ধ্বংস করা হয়েছিল। এখন ইরানের পালা। ধরণ প্রায় একই রকম- এ বার অজুহাত হল পারমাণবিক বোমা। যা ইরান ইজরায়েলকে ধ্বংস করার জন্য প্রস্তুত করেছে বলে মনে করা হচ্ছে।
ইজরায়েলকে সামনে রেখে মধ্যপ্রাচ্যে নিজের আধিপত্য বিস্তার করতে চাইছে আমেরিকা এবং ইরানের জমির মাধ্যমে মধ্য এশিয়ায় পা ফেলতে চাইছে। যেখানে এতদিন আমেরিকার কোনও অস্তিত্বই ছিল না। সাধারণ মানুষের জীবনের বিনিময়ে শক্তির খেলা।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি জানিয়েছিলেন, আমেরিকা বোমা হামলার পর তিনি ইরানের সঙ্গে কথা বলেছিলেন। যদিও কী নিয়ে আলোচনা হয়েছিল সেই বিষয়ে কিছু জানাননি। বিশেষজ্ঞদের ধারণা, ভারতের স্বার্থ নিয়ে আলোচনা হতে পারে। ইরান-ইজরায়েল সংঘাতের ফলে দুই দেশের সঙ্গেই সখ্যতা বজায় রেখে চলতে হচ্ছে ভারতকে। তেলের জন্য ইরানের উপর ভারতের নির্ভরশীলতা সকলেরই জানা। যদিও পূর্ববর্তী মধ্যপ্রাচ্য সঙ্কটের সময় ভারত বিকল্প পথ খুঁজে বার করে রাশিয়া থেকে তেল সংগ্রহের চেষ্টা করেছিল। ইজরায়েল এখন ভারতের প্রতিরক্ষা অংশীদার এবং পাকিস্তানের সঙ্গে সাম্প্রতিক সংঘর্ষে অত্যন্ত প্রয়োজনীয় ড্রোন সরবরাহ করেছিল। যদিও ঐতিহাসিকভাবে, ভারত রাশিয়ার ঘনিষ্ঠ মিত্র। আমেরিকার সঙ্গে সম্পর্কের উন্নত করতেও কঠোর চেষ্টা করে চলেছে। ভারত রাশিয়ার সঙ্গে একতরফা প্রতিরক্ষা চুক্তি থেকে বেরিয়ে আসছে এবং আমেরিকার থেকেও প্রতিরক্ষা সরঞ্জাম কিনতে চাইছে। যার নিয়ে রাশিয়া মোটেও খুশি নয়।
বিশ্ব রাজনীতিতে বিশ্বাস নামক বস্তুটি প্রশ্নের মুখে পড়েছে। যদিও আন্তর্জাতিক সম্পর্ক রক্ষায় বিদেশমন্ত্রী এস জয়শঙ্করের ভূমিকার প্রংশসাই এখনও পর্যন্ত করেছেন সকলে। শেষ দু’টি যুদ্ধে (প্যালেস্তাইন-ইজরায়েল এবং ইউক্রেন-রাশিয়া) ভারতের তার সমর্থন নিয়ে স্পষ্ট কোনও অবস্থান জানায়নি। কিন্তু ইরান-ইজরায়েল সংঘাতে নীরবতা ভারতের জন্য বেশ ক্ষতিকর হতে পারে। ভারতের অবস্থান নেওয়া দরকার। কেবল তেল নয়- মধ্যপ্রাচ্যে বসবাসকারী ভারতীয়দের কাছ থেকে পাঠানো রেমিট্যান্স, যা ১০০ বিলিয়ন ডলারে পৌঁছেছে। এর ফলে ভারতের প্রশংসনীয় বৈদেশিক মুদ্রার রিজার্ভকে অনেক স্থিতিশীল করে তুলেছে। ইরান-ইজরায়েল সংঘাতের পরিস্থিতির আরও অবনতি হলে এই স্থিতিশীলতা নষ্ট হওয়ার আশঙ্কা রয়েছে। ইতিমধ্যেই ভারত ইরান থেকে প্রায় চার হাজার প্রবাসীকে ফিরিয়ে আনার চেষ্টা করছে।
ভারত মধ্য এশিয়ার দেশগুলির সঙ্গে বাণিজ্য চালিয়ে যাওয়ার জন্য পাকিস্তান এবং চীনের নতুন সিল্ক রুট এড়িয়ে একটি বিকল্প রুট (যা ইরানের চাবাহার বন্দরের মধ্যে দিয়ে গিয়েছে) তৈরি করছে। ইরান-ইজরায়েল যুদ্ধ পরিস্থিতির অবনতিতে এই প্রচেষ্টাগুলি ব্যাহত হওয়ার ঝুঁকি রয়েছে। এবার ভারতকে অবস্থান নিতে হবে এবং স্পষ্টভাবে তাদের অবস্থান জানানো গুরুত্বপূর্ণ। যা সহজ কাজ নয়।


ট্রাম্প 'মিথ্যাবাদী', দাবি ভারতের, রুশ তেল আমদানি নিয়ে মোদির সঙ্গে ফোনালাপের দাবি নস্যাৎ

তখন অনেক রাত, দূর থেকে ভেসে আসছিল গোঙানির শব্দ: আভেরি

দিনভর চেয়ারে বসে কাজ করলেই মেরুদণ্ডের সর্বনাশ! কীভাবে ঠেকাবেন পিঠের রোগ?

'পরশুরাম'কে সামলে বড়পর্দায় তৃণা সাহা! কার সঙ্গে জুটি বাঁধবেন নায়িকা?

স্বাদে পনির, আসলে বিষ! খেলেই ভয়ঙ্কর রোগের ঝুঁকি, কেনার আগে কীভাবে ভেজাল পনির চিনবেন?

সাধারণ মাথাব্যথা নয়, এই সব তুচ্ছ লক্ষণেও লুকিয়ে থাকতে পারে ব্রেন টিউমারের মারাত্মক বিপদ! কখন সতর্ক হবেন?

‘আমার সবচেয়ে সুপুরুষ বন্ধু...’ ‘কর্ণ’-এর মৃত্যুতে ‘দ্রৌপদী’র চোখে জল, শোকস্তব্ধ রূপা গাঙ্গুলি

'এআই ধ্বংস করে দেবে...', পথে বসবেন হাজার হাজার মানুষ! অর্থনীতিতে নোবেল পেয়েই বড় সতর্কবার্তা হাউইটের

‘মমতা মায়ের মতো, ভুল বলে থাকলে ক্ষমা করবেন’, দু’দিনে মত পাল্টে বাংলার মুখ্যমন্ত্রীর উপরেই আস্থা দুর্গাপুরের নির্যাতিতার বাবার

দাঁত থেকে ক্রমাগত রক্ত পড়ে? ব্লাড ক্যানসার নয় তো? কীভাবে চিনবেন এই মারণরোগ?

অস্ট্রেলিয়ায় পদাপর্ণ করতেই বিরাট-রোহিতের কাছে অটোগ্রাফের আবেদন পাকিস্তানি ভক্তের, দুই তারকার আচরণে মুহূর্তে স্তব্ধ নেটপাড়া

'ব্লাড-গ্রুপ' বাধা এখন অতীত! যুগান্তকারী আবিষ্কারে তৈরি হল 'ইউনিভার্সাল' কিডনি

পোলাও-মাংস-বিরিয়ানি যাই খাবেন হজম হবে দুই মিনিটে! ঘুমানোর আগে ঢকঢক করে পান করুন একটিমাত্র মশলা ভেজানো পানীয়

পর পর তিনবার! পাড়া কাঁপিয়ে ফের গুলি চলল কপিল শর্মার রেস্তরাঁয়, দায় স্বীকার করল কোন কুখ্যাত গ্যাংস্টারের দল?

অন্যের শ্বাস নেওয়া বা খাওয়ার শব্দে বিরক্ত হন? আপনি ‘মিসোফোনিয়া’য় আক্রান্ত নন তো? জানেন কী এই মানসিক রোগ?

বেনজির, বিশ্বের সবচেয়ে শক্তিশালী প্রথম ১০ পাসপোর্ট তালিকা থেকে বাদ আমেরিকা! কী অবস্থা ভারতের?

জাতগণনা নিয়ে স্পষ্ট বার্তা দিলেন নারায়ণ এবং সুধা মূর্তি, শুরু বিতর্ক

৯ শতাংশ উপজাতি ভোট বিহারের জটিল রাজনৈতিক পরিস্থিতির ভারসাম্য নষ্ট করতে পারে, তুরুপের তাস মুকেশ সাহানি

সুপার কাপ থেকে নাম প্রত্যাহার রিয়াল কাশ্মীরের, মোহনবাগান-ইস্টবেঙ্গলের সঙ্গে একই গ্রুপে খেলছে ডেম্পো

এশিয়া কাপে বেধড়ক পেটানোর ফল, সেপ্টেম্বরে আইসিসি প্লেয়ার অফ দ্য মান্থ অভিষেক শর্মা, মহিলাদের তরফে সেরার নাম চমকে দেবে

Exclusive: 'শেকড়'-এর টানে অচেনা লোকনাথ! বোলপুরে ভোলবদল করে কী জানালেন অভিনেতা?

'কাপটা চিনতে পারেন...', নকভিকে খোঁচা দিলেন ভারতের রহস্য স্পিনার বরুণ, কোথায় পেলেন ট্রফি?