ভারতীয় মহিলা দলের সহ-অধিনায়ক স্মৃতি মান্ধানা ব্যক্তিগত জীবনের কঠিন সিদ্ধান্তের একদিন পরই আবারও অনুশীলন মাঠে ফিরে গেলেন। সুরকার পলাশ মুচ্ছলের সঙ্গে তাঁর বিয়ে বাতিল হওয়ার ঘোষণা দেওয়ার পরদিনই স্মৃতিকে ব্যাট হাতে দেখা গেল।
2
5
ট্রেনিংয়ের জার্সি পরে, প্যাড বেঁধে থ্রোডাউন করতে দেখা যায় ভারতের তারকা ব্যাটারকে। ধারণা করা হচ্ছে, এটি ছিল স্মৃতির ব্যক্তিগত অনুশীলন সেশন। স্মৃতির অনুশীলনের সেই মুহূর্তটি ইনস্টাগ্রামে শেয়ার করেন তাঁর ভাই শ্রবণ মান্ধানা।
3
5
ছবিতে দেখা যায়, নেটে ব্যাটিং করছেন স্মৃতি। ভাইয়ের পোস্টে জুড়ে দেওয়া ভালবাসার ইমোজি দ্রুতই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায়। অনেকে এই কঠিন সময়ে স্মৃতির পেশাদারিত্ব ও দৃঢ় মানসিকতার প্রশংসা করেন।
4
5
মহিলা বিশ্বকাপে ভারতের শিরোপা জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল স্মৃতি মান্ধানার। শিগগিরই ফিরছেন প্রতিযোগিতামূলক ক্রিকেটে। শ্রীলঙ্কার বিপক্ষে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ২১ থেকে ৩০ ডিসেম্বর পর্যন্ত ঘরের মাঠে খেলবে ভারতীয় মহিলা দল।
5
5
সিরিজের ভেন্যু বিশাখাপত্তনম ও তিরুবনন্তপুরম। আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রস্তুতির অংশ হিসেবেই এই সিরিজকে দেখা হচ্ছে। আগামী ৯ জানুয়ারি নভি মুম্বাইয়ে শুরু হতে যাওয়া উইমেন্স প্রিমিয়ার লিগে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু দলের নেতৃত্ব দেবেন স্মৃতি মান্ধানা।