বলিউড এমন এক জগৎ, যেখানে কেউ বছরের পর বছর লড়াই করেও আলো খুঁজে পান না। আবার কারও ক্ষেত্রে একটি ছবিই যথেষ্ট মন জয় করতে। তবে খুব কম ক্ষেত্রেই সেই আলো থেকে স্বেচ্ছায় সরে দাঁড়িয়ে, সম্পূর্ণ অন্য পথে গিয়ে এমন সাফল্য আসে, যা তাক লাগিয়ে দেয়। গায়ত্রী যোশীর গল্প ঠিক তেমনই।
2
7
একটি আইকনিক বিজ্ঞাপন। মাত্র একটি ছবি। তারপর সম্পূর্ণ বিদায়। এবং আজ ৪৫ হাজার কোটি টাকার সাম্রাজ্যের সঙ্গে জড়িয়ে থাকা এক নাম।
3
7
মডেলিং দিয়েই কেরিয়ার শুরু করেছিলেন গায়ত্রী যোশী। ২০০০ সালে তিনি জেতেন নামি সুন্দরী প্রতিযোগিতার বিজয়িনীর খেতাব। ক্যামেরার সামনে তাঁর সাবলীল উপস্থিতি খুব দ্রুত নজর কাড়ে। ভিডিও জকি হিসেবে কাজ করার পাশাপাশি জনপ্রিয়তা আসে ক্যাডবেরি পার্ক-এর সেই স্মরণীয় বিজ্ঞাপন থেকে, যে বিজ্ঞাপন আজও নস্টালজিয়ার অংশ।
4
7
২০০৪ সালে বলিউডে তাঁর অভিষেক। শাহরুখ খানের বিপরীতে স্বদেশ-এ ‘গীতা’ চরিত্রে গায়ত্রী। ছবিটি শুধু বক্স অফিসে সফল হয়নি, দর্শকের মনে স্থায়ী জায়গা করে নিয়েছিল। গীতা ছিল সংযত, দৃঢ়, আত্মমর্যাদাসম্পন্ন আর পর্দায় গায়ত্রী যোশীর উপস্থিতি ছিল নিঃশব্দ অথচ গভীর।
5
7
কিন্তু ঠিক সেই সময়েই আসে সবচেয়ে অপ্রত্যাশিত সিদ্ধান্ত, বলিউডকে ‘না’ বলা। অনেক প্রস্তাব এলেও, আর কোনও ছবিতে অভিনয় করেননি গায়ত্রী। ২০০৫ সালে তিনি বিয়ে করেন শিল্পপতি বিকাশ ওবেরয়কে। ওবেরয় রিয়েলটি-র চেয়ারম্যান ও ম্যানেজিং ডিরেক্টর। এরপর পুরোপুরি মন দেন সংসার ও পরিবারে। তাঁদের দুই সন্তান, বিহান ও যুবা।
6
7
আজ বিকাশ ওবেরয়ের নেতৃত্বে ওবেরয় রিয়েলটি ভারতের অন্যতম শক্তিশালী রিয়েল এস্টেট সংস্থা। মুম্বইয়ের ওয়েস্টিন হোটেল-সহ একাধিক ল্যান্ডমার্ক প্রজেক্ট এই সংস্থার অধীনে। সব মিলিয়ে গায়ত্রী যোশী ও বিকাশ ওবেরয়ের সম্মিলিত সম্পদের মূল্য প্রায় ৪৫,০০০ কোটি টাকা।
7
7
রুপোলি পর্দা তাঁর জীবনের প্রথম অধ্যায় ছিল। কিন্তু শেষ অধ্যায় নয়। শাহরুখের বিপরীতে একটা ছবিতে অভিনয়, নিঃশব্দ বিদায়, আর তারপর সম্পূর্ণ অন্য এক দুনিয়ায় অসামান্য সাফল্য! গায়ত্রী যোশীর গল্প প্রমাণ করে, খ্যাতি নয়, সিদ্ধান্তই আসলে জীবনের সংজ্ঞা লেখে।