নিজের পরিচালনায় বাংলা ছবি 'কাতুকুতু বুড়ো'র শুটিং শুরু করেছেন উজান গাঙ্গুলি। এই ছবিতে অভিনয়ও করছেন তিনি। হঠাৎই শুটিং চলাকালীন ঘটে এক বিপত্তি। জানা গিয়েছে, ক্যামেরা যে ট্রলির উপর দিয়ে চলে, সেই লাইনে পড়ে গিয়ে পায়ে চোট পেয়েছেন তিনি। 

 


এখন কেমন আছেন তিনি? জানতে আজকাল ডট ইন-এর পক্ষ থেকে চূর্ণী গাঙ্গুলির সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, "হাঁটুতে গুরুতর চোট পেয়েছে। চিকিৎসক জানিয়েছেন, অস্ত্রোপচার করতে হতে পারে। আপাতত টানা বিশ্রামে থাকতে হবে ওকে। যদিও উজান চোট নিয়েই গত দু'দিন ধরে শুটিং করেছেন৷ এখন আপাতত বাড়িতে বিশ্রামে রয়েছে৷"

 


উজান গাঙ্গুলি নিজেও জানান, এখন বাড়িতেই আছেন তিনি। চিকিৎসকের পরামর্শ মেনে অস্ত্রপ্রচার করবেন খুব তাড়াতাড়ি। ছবির শুটিংয়ের আর চার-পাঁচদিন বাকি রয়েছে উজানের। এর মাঝে নিজের এই অঘটন চিন্তায় ফেলেছে উজানকে। 

 


'কাতুকুতু বুড়ো' ছবিতে উজানের বিপরীতে দেখা যেতে চলেছে গায়িকা রাপূর্ণা ভট্টাচার্যকে। রাপুর্ণা এবার গায়িকা থেকে নায়িকা। সৃজিত মুখোপাধ্যায়ের ‘সত্যি বলে সত্যি কিছু নেই’ ছবিতে তাঁর গান সেই খ্যাতির পালেই আরও হাওয়া লাগিয়েছে। শিবপ্রসাদ চট্টোপাধ্যায় এবং নন্দিতা রায় পরিচালিত ‘রক্তবীজ ২’-এও গেয়েছেন প্রেমের গান। এবার পর্দায় এসে তাক লাগানোর অপেক্ষা। এই নতুন জুটিকে দর্শক বড়পর্দায় খুব তাড়াতাড়ি পেতে চলেছেন। প্রেম এবং কমেডিকে ঘিরে ছবির গল্প আবর্তিত হলেও নাকি সেটিকে পুরোপুরি রমকম বলা যাবে না। থাকবে অন্যান্য উপাদানও। 

 

 

প্রসঙ্গত, উজান প্রথম বার বড়পর্দায় আসেন ২০১৮ সালে। পাভেল পরিচালিত ‘রসগোল্লা’ ছবির হাত ধরে। সেখানে তিনি ফুটিয়ে তুলেছিলেন নবীন চন্দ্র দাস–এর চরিত্রকে, যিনি রসগোল্লার জনক হিসাবে ইতিহাসে অমর। হাতেখড়িতেই উজানের পরিণত অভিনয় দর্শকের মন জয় করেছিল।
এরপর তিনি সহকারী পরিচালক হিসাবে বাবা কৌশিক গঙ্গোপাধ্যায়ের সঙ্গে কাজ করেন জাতীয় পুরস্কারপ্রাপ্ত চলচ্চিত্র ‘নগরকীর্তন’-এ।  যা সমালোচকদের প্রশংসা কুড়িয়েছিল। এরপর উজান অভিনয় করেন কৌশিক পরিচালিত ‘লক্ষ্মী ছেলে’তে। এক তরুণ চিকিৎসকের ভূমিকা পর্দায় ছাপ ফেলেছিলেন তিনি।

 

 

মেধাবী ছাত্র উজান পাড়ি দিয়েছিলেন অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে। তারপর ফিরে আসেন কলকাতায়। সব ছেড়ে মন দেন ক্যামেরার পিছনে কিংবা সামনে আসার জন্য। ধাপে ধাপে সেই স্বপ্নই পূরণ করছেন কৌশিক-পুত্র। উজান-রাপূর্ণার ছবি কবে বড়পর্দায় আসবে, তা এখনও জানা যায়নি। তবে সেই ছবির হাত ধরেই যে আরও এক নতুন জুটি পাবে টলিউড, তা আলাদা করে বলে দিতে হয় না।