ভারতে সিনিয়র নাগরিকদের জন্য সিনিয়র সিটিজেন সেভিংস স্কিম দীর্ঘদিন ধরেই একটি জনপ্রিয়, নিরাপদ ও সরকার-সমর্থিত স্থায়ী আয়ের প্রকল্প। ২০২৬ সাল এগিয়ে আসার সঙ্গে সঙ্গে, স্কিমটির মৌলিক কাঠামো অপরিবর্তিত থাকলেও প্রবীণ নাগরিকদের জন্য কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয় মাথায় রাখা জরুরি।
2
9
বর্তমানে সুদের হার চক্র ধীরে ধীরে নরম হওয়ার ইঙ্গিত দিচ্ছে। ছোট সঞ্চয় প্রকল্পগুলির সুদের হার, যেমন SCSS, প্রতি তিন মাস অন্তর পর্যালোচনা করা হয়। জানুয়ারি–মার্চ ২০২৬ ত্রৈমাসিকের জন্য সুদের হার পরিবর্তিত হতে পারে, যা ডিসেম্বরের শেষ সপ্তাহে ঘোষণা হওয়ার সম্ভাবনা রয়েছে। তাই যারা ২০২৬ সালে নতুন করে অবসর জীবন শুরু করবেন বা পুনরায় বিনিয়োগের কথা ভাবছেন, তাঁদের সম্ভাব্য হারে পরিবর্তনের জন্য প্রস্তুত থাকতে হবে।
3
9
বর্তমান উচ্চ হারে বিনিয়োগ লক করার সুযোগ
২০২৫–২৬ অর্থবর্ষে SCSS-এর সুদের হার অত্যন্ত আকর্ষণীয়—বার্ষিক ৮.২ শতাংশ। বাজারে সুদের হার ভবিষ্যতে কমতে পারে এমন পরিস্থিতিতে, এই হার এখনই লক করে নেওয়া প্রবীণ নাগরিকদের জন্য লাভজনক সিদ্ধান্ত হতে পারে। একবার SCSS অ্যাকাউন্ট খোলা হলে, পরবর্তী পাঁচ বছরের জন্য সেই সময়কার ঘোষিত সুদের হারই কার্যকর থাকে, মাঝখানে কোনও পরিবর্তন হলেও তা প্রযোজ্য হয় না।
4
9
SCSS-এর অন্যতম বড় সুবিধা হল ত্রৈমাসিক ভিত্তিতে সুদের টাকা পাওয়া। প্রতি বছর ১ এপ্রিল, ১ জুলাই, ১ অক্টোবর এবং ১ জানুয়ারি সুদের অর্থ অ্যাকাউন্টে জমা হয়। যারা দৈনন্দিন খরচ, চিকিৎসা ব্যয় বা জরুরি প্রয়োজনে নিয়মিত আয়ের ওপর নির্ভর করেন, তাঁদের জন্য এই বৈশিষ্ট্য অত্যন্ত সহায়ক।
5
9
বর্তমানে একজন সিনিয়র নাগরিক সর্বোচ্চ ৩০ লাখ পর্যন্ত বিনিয়োগ করতে পারেন। স্বামী–স্ত্রী দু’জনেই যদি যোগ্য হন, তাহলে পৃথক দুটি অ্যাকাউন্টের মাধ্যমে মোট বিনিয়োগ ৬০ লাখ পর্যন্ত হতে পারে, যা অবসরকালীন আর্থিক নিরাপত্তা আরও দৃঢ় করে।
6
9
SCSS-এর মূল মেয়াদ পাঁচ বছর। মেয়াদ শেষে অ্যাকাউন্ট তিন বছরের জন্য বাড়ানোর সুযোগ রয়েছে। পোস্ট অফিসের নিয়ম অনুযায়ী, নির্ধারিত ফর্ম জমা দিয়ে এই এক্সটেনশন একাধিকবার নেওয়া যায়।
7
9
এক্সটেন্ড করা অ্যাকাউন্টে সুদের হার নির্ধারিত হয় মেয়াদ শেষের দিনের ঘোষিত হারে। তাই যাদের অ্যাকাউন্ট ২০২৫ সালের শেষে মেয়াদ পূর্ণ করছে, তাঁরা এখনই এক্সটেনশন করলে ৮.২ শতাংশ হার ধরে রাখতে পারেন।
8
9
SCSS-এ বিনিয়োগে আয়কর আইনের ধারা ৮০সি অনুযায়ী সর্বোচ্চ ১.৫ লাখ পর্যন্ত ছাড় পাওয়া যায়। তবে সুদের আয় সম্পূর্ণভাবে করযোগ্য। ধারা ৮০TTB অনুযায়ী ৫০,০০০ পর্যন্ত সুদের আয়ে ছাড় মিললেও, তার বেশি হলে টিডিএস কাটা হয়।
9
9
২০২৬ সালে পুরোনো ও নতুন কর ব্যবস্থার মধ্যে সঠিকটি বেছে নেওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ। নতুন কর ব্যবস্থায় সিনিয়র নাগরিকদের মোট ১২ লাখ পর্যন্ত আয়ে করছাড় থাকায়, সঠিক পরিকল্পনা করলে অবসর জীবনের পরবর্তী আয় আরও সুরক্ষিত রাখা সম্ভব।