আজকাল ওয়েবডেস্ক: জাতীয় দলে তিনি ডাক পান না। নির্বাচকমণ্ডলীর চেয়ারম্যানকে তিনি দুষেছেন। তাঁর হয়ে গলা ফাটান দেশের প্রাক্তন তারকা ক্রিকেটারও। সেই মহম্মদ সামি সৈয়দ মুস্তাক আলি ট্রফিতে সার্ভিসেসকে সাত উইকেটে হারাল। ২৯ বল বাকি থাকতে অবলীলায় জিতে নিল ম্যাচ।
প্রথমে ব্যাট করে সার্ভিসেস পুরো ২০ ওভার খেলতে পারেনি। ১৮.২ ওভারে তাদের ইনিংস শেষ হয় ১৬৫ রানে। জবাবে রান তাড়া করতে নেমে বাংলা ৩ উইকেট হারিয়ে জয়ের জন্য প্রয়োজনীয় রান তুলে নেয়। মাত্র ১৫.১ ওভারে ম্যাচ জিতে নেয় বাংলা। সার্ভিসেসের ইনিংসকে একাই ভাঙেন সামি। ৩.২ ওভার হাত ঘুরিয়ে ১৩ রানের বিনিময়ে বঙ্গপেসার নেন চার-চারটি উইকেট।
রান তাড়া করতে নেমে ১৪ রানে প্রথম উইকেট হারায় বাংলা। করণ লাল খাতা না খুলেই ফিরে যান। আরেক ওপেনার অভিষেক পোড়েল ও অধিনায়ক অভিমন্যু ঈশ্বরন বাংলার ইনিংসকে গোছানোর কাজ করেন। অভিষেক ২৯ বলে ৫৬ রান করেন। অন্যদিকে ঈশ্বরন ৩৭ বলে ৫৮ রান করে বাংলার জয়ের ভিত গড়ে দেন। বাকি কাজটা করেন যুবরাজ দীপক (৩৬*) ও আকাশদীপ (১৪*)।
