উত্তুরে হাওয়ার দাপট। বাংলা জুড়ে তাপমাত্রার পারদ নিম্নমুখী। ভরপুর শীতের আমেজ জেলায় জেলায়। উত্তর থেকে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় কনকনে ঠান্ডা। আরও কি তাপমাত্রা নামবে চলতি সপ্তাহে?
2
6
সোমবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৫ ডিগ্রি সেলসিয়াস। আজ দক্ষিণবঙ্গের মধ্যে সবচেয়ে কম সর্বনিম্ন তাপমাত্রা শ্রীনিকেতনে, ১০ ডিগ্রি সেলসিয়াস।
3
6
আজ দার্জিলিংয়ের সর্বনিম্ন তাপমাত্রা ৫.২ ডিগ্রি সেলসিয়াস। কালিম্পং, আলিপুরদুয়ারে সর্বনিম্ন তাপমাত্রা ১১ ডিগ্রি সেলসিয়াস। কোচবিহারে ১১.৬ ডিগ্রি সেলসিয়াস।
4
6
সোমবার বহরমপুর, সিউরি, কল্যাণী, পানাগড়, বর্ধমান, বাঁকুড়া, পুরুলিয়া, খড়গপুরে সর্বনিম্ন তাপমাত্রা ১২ ডিগ্রি সেলসিয়াসের ঘরে রয়েছে।
5
6
আগামী দু'দিনে উত্তরবঙ্গের জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ার, দার্জিলিং জেলায় সকালবেলায় হালকা থেকে মাঝারি কুয়াশার সম্ভাবনা রয়েছে। যার জেরে দৃশ্যমানতাও কম থাকবে।
6
6
আগামী সাতদিন বাংলার সর্বত্র মূলত শুষ্ক আবহাওয়া থাকবে। কোথাও বৃষ্টির পূর্বাভাস নেই। কোনও সতর্কতাও নেই রাজ্যের কোথাও। আপাতত সর্বনিম্ন তাপমাত্রা আর কমবে না।