ফিফা বিশ্বকাপ ২০২৬-এর ড্র ইতিমধ্যে হয়ে গিয়েছে। মার্কিন যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডিসিতে হয়েছে এই ড্র। মহারণের আগের মুহূর্তে বিশ্বজুড়ে এক অদ্ভুত গল্প ভাইরাল হয়েছে।
2
9
আন্তর্জাতিক কিছু গণমাধ্যম দাবি করছে, বিখ্যাত বুলগেরীয় ভবিষ্যদ্বক্তা বাবাভাঙ্গা নাকি ভবিষ্যৎবাণী করেছিলেন যে ২০২৫ সালে পৃথিবী প্রথমবারের মতো ভিনগ্রহের জীবের সঙ্গে যোগাযোগ স্থাপন করবে— এবং সেটি ঘটবে এক “বড় ক্রীড়া ইভেন্ট”-এর সময়। এই দাবি ঘিরেই কেউ কেউ বিশ্বকাপ ২০২৬ সালেই সম্ভাব্য সেই ঘটনার সঙ্গে জুড়ে দেখছেন।
3
9
ব্রিটেনের দ্য মেইল ও স্কাই হিস্টোরি-সহ বিভিন্ন আন্তর্জাতিক সংবাদমাধ্যমে এই ভবিষ্যদ্বাণীর উল্লেখ দেখা গেছে। প্রতিবেদনে বলা হচ্ছে, আকাশে একটি “নতুন আলো” বা অজ্ঞাত উড়ন্ত বস্তু (UFO) লক্ষ করা যেতে পারে, যা কোটি কোটি মানুষ সরাসরি দেখতে পাবেন, ফলে বৈজ্ঞানিক বিশ্বস্তরেও তৈরি হবে তীব্র আলোড়ন।
4
9
তবে বিশেষজ্ঞরা এমন দাবিকে সম্পূর্ণ অসার বলে উড়িয়ে দিয়েছেন। তারা মনে করিয়ে দিচ্ছেন, বাবাভাঙ্গা কখনও নিজের ভবিষ্যদ্বাণীর কোনও লিখিত নথি রেখে যাননি। তাঁর নামে প্রচলিত অধিকাংশ ভবিষ্যদ্বাণী এসেছে অনুসারীদের মুখে-মুখে বা মৃত্যুর বহু বছর পরে তৈরি হওয়া বিভিন্ন গল্প থেকে। ফলে কোনগুলো সত্যি তিনি বলেছেন আর কোনগুলো নিছক কিংবদন্তী— তা নিশ্চিত করা অসম্ভব।
5
9
বাবাভাঙ্গার নামে প্রচলিত অনেক ভবিষ্যদ্বাণী— যেমন ১৯৮৬ সালের চেরনোবিল দুর্ঘটনা, ২০০৪ সালের ভারত মহাসাগরীয় সুনামি বা ডোনাল্ড ট্রাম্পের ক্ষমতায় ওঠা— অনেক ক্ষেত্রেই বিতর্কিত। গবেষকেরা বলছেন, এসবের বেশিরভাগই ঘটনার পরে বানানো বা অতিরঞ্জিত ব্যাখ্যা। তাই ভিনগ্রহী যোগাযোগের ভবিষ্যদ্বাণীও সেই একই ধারার ‘মিডিয়া মিথ’-এর অংশ বলে মনে করা হচ্ছে।
6
9
এসব বিতর্কের মধ্যেও আসল উত্তেজনা অবশ্য ফুটবলকে ঘিরেই। ২০২৬ সালের বিশ্বকাপ হতে চলেছে ইতিহাসের সবচেয়ে বড় টুর্নামেন্ট। প্রথমবারের মতো ৪৮টি দল অংশ নেবে, মোট ১০৪টি ম্যাচ অনুষ্ঠিত হবে মার্কিন যুক্তরাষ্ট্র, কানাডা এবং মেক্সিকোর ১৬টি শহরে। বিশ্ব ফুটবলের সবচেয়ে বড় মহাযজ্ঞের জন্য ইতিমধ্যেই বিশ্বজুড়ে সমর্থকদের আগ্রহ তুঙ্গে।
7
9
তিনটি মহাদেশজুড়ে ফুটবল উন্মাদনার নতুন যাত্রা শুরু করবে। বিভিন্ন দেশের সমর্থকরা অপেক্ষা করছেন, প্রতিটি দলের গ্রুপের লড়াই, কোন ম্যাচগুলো হয়ে উঠবে টুর্নামেন্টের আকর্ষণের কেন্দ্রবিন্দু।
8
9
বাবা ভাঙ্গার ভবিষ্যদ্বাণী নিয়ে যতই সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনা হোক না কেন, ফুটবল দুনিয়া সেইসব গুজব থেকে দূরে থেকে শুধুই খেলায় মন দিচ্ছে। ফিফা কর্মকর্তারা পরিষ্কার জানিয়েছেন— বিশ্বকাপ কোনও “অদ্ভুত ঘটনা” নয়, বরং বিশ্ব ফুটবলের ইতিহাসে নতুন অধ্যায় রচনার মুহূর্তই হবে মূল আকর্ষণ।
9
9
সর্বোপরি, ২০২৬ বিশ্বকাপ ফুটবল বিশ্বব্যাপী কোটি দর্শকের চোখে একত্র আনন্দ, উন্মাদনা ও খেলাধুলার আবেগই এনে দেবে— ভিনগ্রহীর আগমনের গল্প নয়।