আজকাল ওয়েবডেস্ক: জয় দিয়ে সাফ ক্লাব উইমেন্স চ্যাম্পিয়নশিপ শুরু করল ইস্টবেঙ্গল। সোমবার নেপালের দশরথ স্টেডিয়ামে প্রথম ম্যাচে ভুটানের ট্রান্সপোর্ট ইউনাইটেড লেডিসকে ৪-০ গোলে উড়িয়ে দিল লাল হলুদের মেয়েরা। জোড়া গোল ফাজিলা ইকবাপুতের। বাকি দু'গোল করেন সুলাঞ্জনা রাউল এবং রেস্টি নানজিরি। দারুণ ছন্দে রয়েছে লাল হলুদের মহিলা ব্রিগেড। একের পর এক সাফল্য। প্রথমবার এই প্রতিযোগিতায় অংশ নিচ্ছে অ্যান্টনি অ্যান্ড্রুজের দল। শুরুতেই বাজিমাত। একদিকে সর্বভারতীয় স্তরের প্রতিযোগিতায় লাগাতার ব্যর্থতা‌ ইস্টবেঙ্গলের ছেলেদের সিনিয়র দলের। রবিবার সুপার কাপের ফাইনালে এফসি গোয়ার কাছে টাইব্রেকারে হারে অস্কার ব্রুজোর দল। তার কয়েকঘণ্টা কাটতে না কাটতেই সাফল্য এনে দিল ইস্টবেঙ্গলের মেয়েরা। আন্তর্জাতিক মঞ্চে হাসি ফোটাল লাল হলুদের মহিলা ব্রিগেড। সাফের শুরুতেই বড় ব্যবধানে জয়। বাকি ম্যাচেও এই ধারাবাহিকতা ধরে রাখতে চাইবে অ্যান্ড্রুজের দল। 

আগেই ভারতসেরা হয় লাল হলুদের মেয়েরা। ইন্ডিয়ান উইমেন্স লিগ চ্যাম্পিয়ন হয় ইস্টবেঙ্গল। ঘরের মাঠে লিগের শেষ ম্যাচে গোকুলাম কেরলকে ৩-০ গোলে হারিয়ে খেতাব জেতে কলকাতার প্রধান। জোড়া গোল করেন এলসাদাই আচিমপং। অন্য গোলটি সৌম্যা গুগুলথের। ১৪ ম্যাচে ৩৭ পয়েন্ট ছিল লাল হলুদের মেয়েদের। তারমধ্যে ১২টি জয়, একটি ড্র এবং একটি হার। খেতাব জিতে এএফসি উইমেন্স চ্যাম্পিয়ন্স লিগের প্রাথমিক পর্বে খেলার ছাড়পত্র সংগ্রহ করে ইস্টবেঙ্গল। এশিয়ায় মেয়েদের ফুটবলে‌ সর্বোচ্চ পর্যায়ের টুর্নামেন্ট এটাই। এরপরও আবার সাফল্যের সরণিতে লাল হলুদের মেয়েরা। শ্রীভূমিকে টাইব্রেকারে হারিয়ে কন্যাশ্রী কাপ জেতে ইস্টবেঙ্গল। কিশোর ভারতী স্টেডিয়ামে নব্বই মিনিটের শেষে ম্যাচের ফলাফল ছিল ১-১। শেষপর্যন্ত টাইব্রেকারে শ্রীভূমিকে ৪-২ গোলে হারায় লাল হলুদের মেয়েরা। ইন্ডিয়ান উইমেন্স লিগের পর কন্যাশ্রী কাপ। এবার আরও একটি টুর্নামেন্টে শুরুটা দারুণ করল ইস্টবেঙ্গলের মহিলা ব্রিগেড।