আজকাল ওয়েবডেস্ক: একটা নয়, দুটো নয়, ১৩-০ গোলে জিতল ভারত। এএফসি এশিয়ান কাপের যোগ্যতা পর্বের প্রথম ম্যাচে ভারতের মেয়েরা ১৩-০ গোলে হারাল মঙ্গোলিয়াকে। ম্যাচটি অনুষ্ঠিত হয়েছিল থাইল্যান্ডে।
সঙ্গীতা বাসফোর শুরু করেন খেলার অষ্টম মিনিটে। তার পরে খেলার সময় যত গড়িয়েছে গোল সংখ্যা ততই বেড়েছে। ভারতের ফুটবলারদের মধ্যে এদিন সব নজর কেড়ে নেন পেয়ারি জাজা। একতরফা ম্যাচে পাঁচ-পাঁচটি গোল করেন তিনি।
চার মাসে এটাই ভারতের মহিলা দলের প্রথম জয়। চলতি মাসের গোড়ার দিকে পিঙ্ক লেডিস কাপে ভারত হারিয়েছিল জর্ডনকে। এছাড়াও রাশিয়া, দক্ষিণ কোরিয়া ও উজবেকিস্তানের কাছে হার মানতে হয় ভারতের মেয়েদের।
A massive win for the #BlueTigresses ???? #MNGIND #WAC2026 #IndianFootball ⚽ pic.twitter.com/PbUMlLIAdm
— Indian Football Team (@IndianFootball)Tweet by @IndianFootball
ফিফার ক্রমতালিকায় ৭০ হয়ে গিয়েছিল ভারতের মহিলা ফুটবল দল। গতবার মহিলাদের এএফসি এশিয়ান কাপে শেষ মুহূর্তে দল তুলে নিতে হয় ভারতকে। প্রস্তুতি শিবিরে খেলোয়াড়রা কোভিড আক্রান্ত হয়ে পড়েছিলেন।
ক্রিস্পেন ছেত্রীর কোচিংয়ে ভারতের মেয়েরা এবার ২০২৬ সালের প্রতিযোগিতায় অংশ নিতে চাইছে। এবারের টুর্নামেন্ট হবে অস্ট্রেলিয়ায়।
যোগ্যতা পর্বে ভারতের সঙ্গে একই গ্রুপে রয়েছে মঙ্গোলিয়া, টিমোর লেস্তে, ইরাক এবং থাইল্যান্ড। গ্রুপের সেরা দল মূলপর্বে পৌঁছবে। ভারতের পরবর্তী ম্যাচ টিমোর লেস্তের সঙ্গে।
