সংবাদসংস্থা, মুম্বই: প্রিয়াঙ্কা চোপড়া কেমন মানুষ? সেই নিয়ে সম্প্রতি অজানা তথ্য ফাঁস করেছেন অভিনেত্রীর তুতো বোন মীরা চোপড়া। অভিনেত্রী নাকি খুবই পারিবারিক। বাড়ির সকলের যত্ন নেন এবং পরিবারের জন্য মিট-আপ সেট করার চেষ্টা করেন। কিন্তু দুই বোনে একসঙ্গে হলে কী করেন?
সম্প্রতি মুম্বই সংবাদসংস্থার কাছে দেওয়া এক সাক্ষাৎকারে মীরা জানিয়েছেন দুই বোন একসঙ্গে থাকলে কখনওই সিনেমা নিয়ে আলোচনা করেন না। মীরার কথায়, "আমরা দুজনেই বিদেশে থাকি এখন দেখা হয় খুব কম। তবে প্রিয়াঙ্কা অনেক উদ্যোগ নেয়  যাতে পরিবারের সকলে মিলে একসঙ্গে সময় কাটাতে পারি আমরা। দেখা হলে কেউই আমরা কাজ নিয়ে কথা বলি না। পরিবারে কে কেমন আছে, কে কী করছে? কী হচ্ছে সেই আলোচনাই হতে থাকে। আসলে ছোট থেকেই প্রিয়াঙ্কা খুব ঘরোয়া। ওর মনটা একেবারে খাঁটি সোনা।"
কথায় কথায় মীরা এও জানিয়েছেন যে প্রিয়াঙ্কা যতটা পরিবারকে সময় দিতে ভালবাসে ততটা তিনি নিজেও পারেন না। বন্ধুদের সঙ্গে বেশি সময় কাটাতে ভালবাসেন মীরা। আরেক বোন পরিণীতি চোপড়ার সঙ্গে নাকি তেমন সখ্যতা নেই মীরার। সেই নিয়ে আবার নতুন করে জল্পনা শুরু হয়েছে বলিপাড়ায়।