সংবাদসংস্থা মুম্বই: কেরিয়ার হোক বা লুক- প্রিয়াঙ্কা চোপড়া জোনাস মানেই সেনসেশন। একবারে নজরকাড়া। সম্প্রতি নিউ ইয়র্কের একটি অনুষ্ঠানে শিমার গ্রিন স্লিটেড ড্রেসে হাজির হয়েছিলেন তিনি। সেখানে এক সাক্ষাৎকারে তাঁর কাছে জানতে চাওয়া হয়, তাঁর এই বছরের সেরা লুক কোনটি? চলতি বছরে মুক্তি পেয়েছে প্রিয়াঙ্কার 'সিটাডেল' ও 'লাভ এগেইন' . ছবির প্রচারেও ফ্যাশন ঝড় তুলেছিলেন তিনি। সেখানে একটি ফ্লাউন্সি গাউন পরেছিলেন তিনি। সোফিয়া লরেন আই মেকআপ ছিল তাঁর সেই লুকের ইউএসপি। অভিনেত্রীর মতে, সেটাই ছিল তাঁর পারফেক্ট রেড কার্পেট লুক। এছাড়াও 'সিটাডেল' প্রচারে রোমে গিয়ে একটি অলিভ গ্রিন পোশাক পরেছিলেন প্রিয়াঙ্কা। সঙ্গে ছিল তাঁর ড্রামাটিক আই মেকআপ। প্রচারমূলক ইভেন্টে গিয়ে নিক জোনাসের সঙ্গে অভিনেত্রীর একটি ভিডিও ভাইরাল হয়েছিল। তবে এই সব গ্ল্যামারাস লুক শুধুমাত্র ক্যামেরার জন্য। না হলে প্রিয়াঙ্কা মাত্র ১০ মিনিট সময় নেন রেডি হতে। তখন তিনি কোনও বেস -মেকআপ ব্যবহার করেন না। মাস্কারা, লিপস্টিক আর অল্প গয়নাতেই সেজে নেন।