অনলাইন ডেটিং অ্যাপে নামার আগে নিরাপত্তা সম্পর্কে সচেতন হওয়া অত্যন্ত জরুরি। আগে থেকে সাবধান থাকা অত্যন্ত জরুরি৷
2
8
আপনার সব সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট সম্পূর্ণভাবে ‘প্রাইভেট’ করে রাখুন। শুধু প্রোফাইল বা কভার ছবিতে ন্যূনতম সাধারণ তথ্য রাখুন। লাইক, গ্রুপ বা ফলো করা পেজ যেন প্রকাশ্যে না থাকে।
3
8
সময়ের সঙ্গে সঙ্গে ফেসবুকের ‘লাইক’ ও ‘গ্রুপ’ সেটিংস বদলে যেতে পারে, এটি নিয়মিত যাচাই করুন। অনেক সময় আমরা না জেনেই আমাদের পছন্দ-অপছন্দ প্রকাশ্যে রেখে দিই।
4
8
প্রতারক বা ‘গ্রুমার’রা আপনার সামাজিক মাধ্যম থেকে তথ্য সংগ্রহ করে আপনাকে বিশ্বাস করানোর চেষ্টা করতে পারে। একই রুচি, একই পছন্দ দেখিয়ে তারা কৃত্রিমভাবে স্ক্যাম করে।
5
8
অনলাইন পরিচয়ের ক্ষেত্রে ছবি অত্যন্ত সংবেদনশীল বিষয়। আপনার ছবি থেকে আপনার আর্থিক অবস্থা, জীবনযাপন বা মানসিক প্রবণতা সম্পর্কে ধারণা করা সম্ভব।
6
8
এমনকী পোষা প্রাণীর সঙ্গে তোলা ছবি আপনাকে সহজে টার্গেট বানাতে পারে। এগুলো দেখে কেউ ভাবতে পারে আপনি আবেগপ্রবণ বা অন্যকে নিজের আগে গুরুত্ব দেন।
7
8
বাড়ির ভেতরের ছবি বা ব্যাকগ্রাউন্ডে থাকা বই, আসবাব ইত্যাদিও আপনার ব্যক্তিত্ব ও অবস্থান প্রকাশ করে দেয়। এগুলো থেকে আপনার জীবনযাত্রা ‘পড়া’ সম্ভব।
8
8
সর্বোপরি ছবিতে নাম, কর্মস্থল, গাড়ির নম্বর বা ব্যবসার বিজ্ঞাপন দৃশ্যমান রাখা বিপজ্জনক। এতে আপনাকে সহজেই শনাক্ত করা যায়।