মুম্বইয়ে এপি ধিলোঁ-র কনসার্টে ঘিরে গজিয়ে ওঠা সব ভাইরাল মুহূর্তের রেশ কাটতে না কাটতেই নতুন জল্পনা বলিউডে। জোর খবর, অভিনেত্রী তারা সুতারিয়া ও বীর পাহারিয়া নাকি সম্পর্কে ইতি টেনেছেন! শোনা যাচ্ছে, দু’জন নাকি ‘চুপচাপ’ তাঁদের সম্পর্ক শেষ করেছেন। যদিও বিচ্ছেদের সঠিক কারণ এখনও স্পষ্ট নয়, তবে সময়টা নিয়ে প্রশ্ন উঠছেই, কারণ এই খবর সামনে এসেছে সেই অনুষ্ঠানে এপি ধিলোঁর সঙ্গে তারার ঘনিষ্ঠভাবে নাচার ভাইরাল মুহূর্তের ঠিক পরেই।

 

মুম্বইয়ের ওই কনসার্টে এপি ধিলোঁর সঙ্গে মঞ্চে ওঠেন তারা সুতারিয়া। পারফরম্যান্স চলাকালীন গায়ক-র্যা পারকে তারাকে জড়িয়ে ধরতে এবং গালে চুমু দিতে দেখা যায়। সেই দৃশ্যে অনেক দর্শকের চোখে তারাকে কিছুটা অস্বস্তিকর বলেই মনে হয়েছিল। পরিস্থিতি আরও চর্চার কেন্দ্রে আসে, কারণ দর্শকাসনে উপস্থিত ছিলেন বীর পাহারিয়াও। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া ভিডিওতে ভীরের মুখভঙ্গি ঘিরে শুরু হয় বিশ্লেষণ। নেটিজেনদের একাংশ সেই সময়কে বীরকে দেখে ‘অস্বস্তিতে আছে’ বলেও চিহ্নিত করেন।

 

এই ভাইরাল ক্লিপের পরপরই সম্পর্ক ভাঙার খবর ছড়িয়ে পড়ে, আর অনুরাগীরা দুই ঘটনার মধ্যে যোগসূত্র খুঁজতে শুরু করেন। যদিও এখনও পর্যন্ত তারা বা বীরের কেউই প্রকাশ্যে বিচ্ছেদের কথা স্বীকার করেননি।

 

উল্লেখযোগ্যভাবে, এই কনসার্ট বিতর্কের সময়েই দু’জনেই জোরালোভাবে তাঁদের ব্রেক-আপের গুজব উড়িয়ে দিয়েছিলেন। ইনস্টাগ্রামে কনসার্টের একটি ভিডিও শেয়ার করে তারা সুতারিয়া লেখেন, “লাউড অ্যান্ড প্রাউড, আর একসঙ্গেই!!! কী অসাধারণ একটা রাত! ভুয়ো গল্প, ‘ধূর্তএডিটিং’ আর পেইড পিআর আমাদের টলাতে পারবে না। শেষে ভালবাসা আর সত্যই জেতে।” বীর পাহারিয়াও জানিয়েছিলেন, ভাইরাল ভিডিওটি প্রসঙ্গছাড়া। তাঁর কথায়, “ ওই ভাইরাল ভিডিওতে আমার যে অভিব্যক্তি দেখানো হচ্ছে, সেটা অন্য একটা গানের সময়ের। ‘থোড়ি সি দারু’-র সময় নয়। জোকাররা।

 

 

২০২৫ সালে তারা ও বীরের সম্পর্কের গুঞ্জন শুরু হয়, যখন তাঁদের একসঙ্গে ব্যক্তিগত আউটিংয়ে দেখা যায়। মার্চ মাসে একটি ফ্যাশন ইভেন্টে দু’জনে শোস্টপার হিসেবে হাঁটেন, যা জল্পনা আরও বাড়ায়। পরে গণেশ চতুর্থীর অনুষ্ঠানে একসঙ্গে উপস্থিত হয়ে সম্পর্কের কথা কার্যত প্রকাশ্যে আনেন তাঁরা।

 

এর আগে এক সাক্ষাৎকারে বীর তাঁদের সম্পর্ক নিয়ে আবেগঘন কথা বলেন। তাঁর কথায়,“প্রথম দিন থেকেই আমরা আমাদের ভালোবাসা প্রকাশ্যে এনেছি। কখনও লুকোইনি।”তিনি আরও জানান, তাঁদের প্রথম ডেটেই তিনি পিয়ানো বাজান, আর তারা গান করেন সূর্য ওঠা পর্যন্ত।
তারাও যোগ করেন, “একে অপরের পাশে থাকা। ভালো-মন্দ সব সময় যেন আমরা সারাজীবন একে অপরকে চিনি।”

 

এখন প্রশ্ন একটাই, এই সম্পর্ক কি সত্যিই অতীত, না কি গুঞ্জনই বাস্তবের থেকে অনেক দূরে? আনুষ্ঠানিক কোনও ঘোষণা না আসা পর্যন্ত উত্তর কিন্তু অজানা-ই।