প্রায়শই শিরোনামে থাকেন অভিনেত্রী স্বস্তিকা মুখোপাধ্যায়। তাঁকে ঘিরে নিরন্তর চর্চা চলে সমাজমাধ্যমেও। শুধু পর্দায় নয়, বাস্তব জীবনেও নিজস্ব শর্তে চলতেই পছন্দ করেন অভিনেত্রী।
2
7
অবশ্য বেশিরভাগ সময়েই তাঁর ইমেজ একেবারে পাশের বাড়ির মেয়ের মতো। স্টারডমের পরোয়া করেন না কণামাত্র।
3
7
কখনও খানিক আলুথালুভাবেই নিজের পোষ্যকে নিয়ে চিকিৎসা করাতে যান, তো কখনও বোনের সঙ্গে আবার টুক করে উঠে পড়েন কলকাতার বুকে চলতে থাকা কোনও রিক্সায়। সমাজমাধ্যমে প্রায়শই খোলাখুলিভাবেই নিজের মনের কথা জানান স্বস্তিকা। এবার যেমন বোনের সঙ্গে হায়দরাবাদের আনাচে কানাচে ঘুরে বেড়াচ্ছেন তিনি।
4
7
সেই সফরের কথা ছোট্ট করে সমাজমাধ্যমে জানানোর পাশাপাশি একগুচ্ছ ছবিও পোস্ট করেছেন স্বস্তিকা।
5
7
অভিনেত্রীর কথায়, “বনু আর আমি ওটাই করছি যেটা আমাদের করতে সবচেয়ে ভালো লাগে, বাজারে ঘুরে বেড়ানো, যেটাকে আমরা নাম দিয়েছি টটোইং।”
6
7
আরও লিখেছেন, “চারমিনার একটা খনি। চারদিকে ঝিলিক বিলিক, কি সস্তায় কী সুন্দর সব গয়না কিনলাম। মন ইস ফুরফুরে।”
7
7
তারকা হয়েও রিকশায় উঠে পড়তে পারেন যখন-তখন। এবং রিকশায় উঠেই গল্পে মেতে যাওয়া, আর সিনেমার বাইরে সাধারণ জীবনযাপনে নিজেকে গুছিয়ে রাখা”, এটাই স্বস্তিকা মুখোপাধ্যায়ের চেনা মুখ। আর পাঁচজন টলিপাড়ার তারকার জীবনবোধে বিশ্বাসী নন স্বস্তিকা ,তাই তো অনায়াসে বলতে পারেন, “নিজের মতো বাঁচব, নিজের ভালো থাকাকেই গুরুত্ব দেব, বাকিটা? ধুর, ছাড় তো!”