চার দশকেরও বেশি সময় ধরে হলিউডের অন্যতম নির্ভরযোগ্য ও সম্মানিত হলিউড অভিনেতা ইথান হক। একের পর এক উল্লেখযোগ্য ছবি, চরিত্রের গভীরতা আর অভিনয়ের মুনশিয়ানা সব মিলিয়ে তাঁর কেরিয়ার প্রায় অভিনেতাদের পাঠ্যপুস্তকের মতো। উল্লেখ্য, মার্ভেলের সুপারহিরো সিরিজে ‘মুন নাইট’-এ প্রধান খলচরিত্রেও দেখা গিয়েছিল ইথান হক-কে।  কিন্তু এখন ইথান হকের জীবনে এক নতুন অধ্যায়। এমন এক সময়, যখন লাইমলাইট প্রায়শই তাঁর দিকে নয়, বরং তাঁর ২৭ বছরের মেয়ে মায়া হকের দিকেই ঘুরে যাচ্ছে-বিশেষ করে নেটফ্লিক্সের জনপ্রিয় সিরিজ ‘স্ট্রেঞ্জার থিংস’-এ রবিন বাকলি চরিত্রে তাঁর সাফল্যের পর। আর এই ‘রোল রিভার্সাল’-এ বিন্দুমাত্র অস্বস্তি নেই ইথান হকের। বরং গর্বেই ভরে উঠছে তাঁর কণ্ঠ।

 

সম্প্রতি, একটি শো-তে হাজির হয়ে নিজের নতুন ছবি ‘ব্লু মুন’-এর জন্য গোল্ডেন গ্লোব মনোনয়ন নিয়ে কথা বলার সময়ই আলোচনায় উঠে আসে মায়ার নাম। অনুষ্ঠানের সঞ্চালক ক্রেগ মেলভিন তখন একটি সাক্ষাৎকারের অংশ দেখান, যেখানে ইথান-কন্যা মায়া স্মৃতিচারণা করেছিলেন এক মজার কিন্তু তাৎপর্যপূর্ণ ঘটনার।

 

মায়ার কথায়, একদিন বাবার সঙ্গে রাস্তায় হাঁটছিলেন তিনি। হঠাৎ এক ব্যক্তি তাঁদের থামান। ইথান হক ভেবেছিলেন, সেই ভক্ত হয়তো তাঁর সঙ্গে ছবি তুলতে চাইছেন। তাই খানিক মজা করেই বলেছিলেন, “দুঃখিত, আজ ছবি তুলতে পারছি না।” কিন্তু উত্তরে যা শোনা যায়, তা যেন বাস্তবতার এক নতুন জানালা খুলে দেয় তাঁর কাছে। সেই ভক্ত সটান ইথান হকের দিকে তাকিয়ে বলে উঠেছিলেন, “আমি আপনাকে চিনি না। আমি রবিনের সঙ্গে কথা বলতে চেয়েছিলাম।”

 

 


এই গল্প শুনে হাসলেও, ইথান হক তৎক্ষণাৎ যোগ করেন, মেয়ে বিষয়টাকে একটু কম করেই বলেছে। তাঁর কথায়, এমন ঘটনা অন্তত পাঁচবার ঘটেছে। আর সেই অভিজ্ঞতাই তাঁর জীবনের অন্যতম আবেগঘন অনুভূতিতে পরিণত হয়েছে। ইথান বলেন, “এটা আমার জীবনের সবচেয়ে অসাধারণ অনুভূতিগুলোর একটা। নিজের সন্তানের এমন সাফল্য সামনে থেকে দেখা, এটা ভাষায় বোঝানো কঠিন।”

 

ইথান হকের কথায়, খুব ছোটবেলা থেকেই শিল্পকলার বিষয়টির প্রতি আকর্ষণ ছিল মায়ার। ছবি আঁকা, লেখা, কবিতা, সবেতেই তাঁর আগ্রহ। বাবার সঙ্গে ব্রডওয়ে শো দেখা, অ্যাডেল বা টেলর সুইফটের কনসার্টে যাওয়া কিংবা পুরনো ফরাসি ছবি দেখা -এই সব অভিজ্ঞতাই মায়ার শিল্পীসত্তাকে আরও গভীর করেছে। ইথানের ভাষায়, “ও ছোটবেলা থেকেই শিল্পের সেই যৌথ সংলাপের অংশ হতে চেয়েছে। আর আজ নিজের প্রজন্মের প্রতিনিধি হয়ে এত উচ্চস্তরে সেটা করছে, এটা দেখলে গর্ব না হয়ে উপায় থাকে না।”

উল্লেখযোগ্যভাবে, ইথান হকের চার সন্তান। প্রাক্তন স্ত্রী উমা থারম্যানের সঙ্গে তাঁর দুই সন্তান, মায়া ও ২৩ বছরের লেভন। আর বর্তমান স্ত্রী রায়ান শ’হিউজের সঙ্গে তাঁর আরও দুই মেয়ে, ১৭ বছরের ক্লেমেনটাইন এবং ১৪ বছরের ইন্ডিয়ানা।

হলিউডে বহু তারকার সন্তান থাকলেও, মায়া হকের উত্থান যেন আলাদা করে নজর কাড়ছে। আর সেই উত্থানের সবচেয়ে নীরব, কিন্তু দৃঢ় সাক্ষী হয়ে পাশে দাঁড়িয়ে আছেন এক সময়ের তারকা বাবা, যিনি আজ গর্বের সঙ্গে বলতে পারেন, স্পটলাইটের আলোটা এবার তাঁর মেয়ের দিকেই থাকুক।