আজকাল ওয়েবডেস্ক: অধিনায়ক হিসেবে অভিষেক টেস্টে একাধিক রেকর্ড করেছেন শুভমন গিল। দিনের শেষে ১২৭ রানে অপরাজিত থাকেন। টেস্ট ক্রিকেটে ২০০০ রান সম্পূর্ণ করেন। অধিনায়ক হিসেবে অভিষেক টেস্টে শতরান করে ছুঁয়ে ফেলেন বিরাট কোহলিকে। হার্বি টেলর, অ্যালিস্টার কুক এবং স্টিভ স্মিথের পর চতুর্থ সর্বকনিষ্ঠ অধিনায়ক হিসেবে এই নজির গড়েন। কিন্তু এত রেকর্ড করেও রেহাই নেই। আইসিসির শাস্তির মুখে পড়তে হতে পারে ভারত অধিনায়ককে। 

ড্রেস কোড অগ্রাহ্য করার জন্য সমস্যায় পড়তে পারেন ভারতের তরুণ নেতা। প্রথমদিন কালো মোজা পরে নামেন গিল।আইসিসির পোশাক নিয়ম অনুযায়ী, টেস্ট ক্রিকেটে মোজার রং সাদা, ক্রিম বা হালকা গ্রে হতে হবে। নিয়মভঙ্গ করার জন্য গিলের শাস্তি হবে কিনা, সেই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন আইসিসি ম্যাচ রেফারি রিচি রিচার্ডসন। বিরাট কোহলির যোগ্য উত্তরসূরি গিল। অধিনায়ক হিসেবে প্রথম টেস্টের দুই ইনিংসে শতরান করেছিলেন কোহলি। ২০১৪ সালে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে এই কীর্তি গড়েন। এদিন কোহলির শূন্যস্থান পূরণ করেন গিল। তাঁর ছেড়ে যাওয়া জুতোয় পা গলান। চার নম্বরে ব্যাট করতে নেমেই সফল। এর আগে টেস্টে ওপেন করেন শুভমন। তিন নম্বরেও ব্যাট করেন। কিন্তু চারে এই প্রথম। অনভ্যস্ত জায়গায় নেমেই শতরান। তাঁর নেতৃত্বে ভারতীয় ক্রিকেটে নতুন যুগের সূচনা হয়েছে।