আজকাল ওয়েবডেস্ক: উত্তরপ্রদেশের রামপুরে ঘটেছে এক চাঞ্চল্যকর ও অদ্ভুত ঘটনা। নিজের ছেলের বিয়ে ঠিক করে সেই কনেকে নিজেই বিয়ে করে নিলেন এক ব্যক্তি। অভিযুক্ত ওই ব্যক্তির নাম শাকিল। এই ঘটনায় এলাকা জুড়ে রীতিমতো চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। শাকিলের স্ত্রী শাবানার অভিযোগ, তিনি প্রথম থেকেই সন্দেহ করছিলেন যে তাঁর স্বামী ছেলের হবু স্ত্রীর সঙ্গে সম্পর্কে জড়িয়ে পড়েছেন। জানা গিয়েছে, শাকিলের ছ’টি সন্তান রয়েছে। শাবানার অভিযোগ, ‘ওই মহিলার সঙ্গে শাকিল সারা দিন ভিডিও কল করত। আমি দু’বার ওদের একসঙ্গে ধরে ফেলেছিলাম, কিন্তু কেউ তখন আমার কথা বিশ্বাস করেনি’।
জানা গিয়েছে, পরবর্তীতে শাবানা ও তাঁর ১৫ বছরের সন্তান মিলে শাকিল এবং ওই মহিলার সম্পর্কের প্রমাণ সংগ্রহ করেন। ছেলেটি জানায়, এই ঘটনা জানার পর সে ওই মহিলাকে বিয়ে করতে অস্বীকার করেছে। তবে এখানেই শেষ নয়। ছেলেটির অভিযোগ, তাঁর দাদু-দিদাও নাকি বাবার এই সম্পর্ককে সমর্থন করেছিলেন। এমনকি, শাকিলকে ওই মহিলাকে বিয়ে করতেও সাহায্য করেন। অভিযোগ অনুযায়ী, শাকিল প্রায় ২ লক্ষ টাকা নগদ ও ১৭ গ্রাম সোনা নিয়ে বাড়ি ছেড়ে পালিয়ে গিয়েছিলেন। পরে ওই মহিলাকে বিয়ে করেন বলে জানা যায়। এই ঘটনায় পুরো পরিবারে ভাঙন ধরেছে।
শাকিলের এই আচরণে ক্ষুব্ধ স্থানীয় বাসিন্দারাও। প্রসঙ্গত, এর আগেও উত্তরপ্রদেশের আলিগড়ে এমনই এক অদ্ভুত ঘটনা ঘটেছিল। সেখানকার এক তরুণী শিবানীর সঙ্গে বিয়ের ঠিক হয়েছিল। কিন্তু তার আগেই ওই তরুণীর মা অনিতা মেয়ের হবু বরের সঙ্গে পালিয়ে যান। শিবানীর অভিযোগ ছিল, তাঁর মা প্রায় নগদ সাড়ে তিন লক্ষ টাকা, পাঁচ লক্ষ টাকার গয়না নিয়ে পালিয়ে যায়। শিবানীর বাবা জিতেন্দ্র কুমার জানান, ‘অনিতা ও রাহুল বিয়ের আগেই ফোনে অনেকক্ষণ কথা বলত, কিন্তু বিয়েটা হয়ে যাবে ভেবেই আমি কিছু বলিনি’। পরপর একই রাজ্যে এই ধরনের ঘটনায় হতবাক দুই এলাকার স্থানীয় বাসিন্দারাও।
