আজকাল ওয়েবডেস্ক: ভারত-ইংল্যান্ড ওপেনিং টেস্টে কালো আর্মব্যান্ড পরে মাঠে নামলেন দুই দেশের ক্রিকেটাররা। টেস্ট শুরুর আগে এক মিনিটের নীরবতা পালন করা হয়। আহমেদাবাদ বিমান দুর্ঘটনায় মৃতদের শ্রদ্ধার্ঘ্য জানানো হয়। আগের দিনই একটি বিবৃতিতে ইংল্যান্ড এবং ওয়েলস ক্রিকেট বোর্ড জানায়, 'দুটো দলের ক্রিকেটাররাই প্রথম টেস্টের প্রথম দিন কালো আর্মব্যান্ড পরে নামবে। আহমেদাবাদ বিমান দুর্ঘটনায় মৃতদের প্রতি শ্রদ্ধা জানানোর জন্য এই পদক্ষেপ নেওয়া হয়েছে। দুই দেশের জাতীয় সঙ্গীতের আগে এক মিনিটের নীরবতা পালন করা হবে।'
এই মর্মান্তিক বিমান দুর্ঘটনা ১৮১ ভারতীয় এবং ৫৩ জন ব্রিটিশের জীবন কেড়ে নিয়েছে। তাই ভারত-ইংল্যান্ড পাঁচ ম্যাচের সিরিজ শুরুর আগে এই শ্রদ্ধার্ঘ্য যথেষ্ট যুক্তিসঙ্গত। ঘটনায় দুঃখপ্রকাশ করেন ভারতীয় ক্রিকেটাররা। এদিকে বিরাট কোহলি, রোহিত শর্মার অবসরের পর শুভমন গিলের হাত ধরে নতুন যুগ শুরু হতে চলেছে। অভিষেক টেস্টে টসে হারেন গিল। ভারতকে ব্যাট করতে পাঠান বেন স্টোকস। হেডিংলিতে প্রথমদিন পিচ থেকে সাহায্য পায় পেসাররা। সেই ফায়দা তুলতে চেয়েছিল ইংল্যান্ড। কিন্তু শুরুটা যথেষ্ঠ ভাল করে ভারতের ওপেনিং জুটি। সতর্কতার মোড়কে যশস্বী জয়েসওয়াল এবং কেএল রাহুল। ৯ ওভারের শেষে বিনা উইকেটে হারিয়ে ২৬ রান ভারতের।
