আজকাল ওয়েবডেস্ক: ভারত-ইংল্যান্ড সিরিজকে সম্প্রতি অ্যান্ডারসন-তেন্ডুলকর ট্রফি নামকরণ করা হয়েছে। যা আগে পাতৌদি ট্রফি বলে খ্যাত ছিল। বিসিসিআই‌ এবং ইংল্যান্ড এবং ওয়েলস ক্রিকেট বোর্ড যৌথভাবে এই সিদ্ধান্ত নিয়েছে। যা ভালভাবে নেয়নি ক্রিকেট পণ্ডিত থেকে ফ্যানরা। এবার এই নিয়ে মুখ খুললেন খোদ শচীন। তিনি বলেন, 'এবার তাহলে আমাকে সবটাই বলতে হয়। এই সিদ্ধান্ত বিসিসিআই এবং ইসিবির। ওরা সিদ্ধান্ত নেওয়ার পর আমাকে জানায়। আমি জানি পতৌদির পরিবারের ভারতীয় ক্রিকেটে অবদান কতটা। পাতৌদি সিনিয়র ইংল্যান্ডের পাশাপাশি ভারতের হয়েও খেলেছে। টাইগার পাতৌদি ভারতের অধিনায়ক ছিলেন। আমি ওদের খেলতে দেখিনি। কারণ আমি তখনও জন্মাইনি। তবে আমি গল্প শুনেছি। যা আমাদের অনুপ্রেরণা দেয়। তাই আমি ওনার উত্তরাধিকার ধরে রাখতে চেয়েছিলাম।' 

শচীন জানান, টুর্নামেন্টের নাম বদলের কথা জানার পর, তিনি আইসিসি চেয়ারম্যান এবং প্রাক্তন বিসিসিআই সভাপতি জয় শাহকে ফোন করেন। পাতৌদি পরিবারের সঙ্গেও কথা বলেন। ইসিবি কর্তাদের সঙ্গেও কথা হয় তাঁর। তেন্ডুলকর জানান, পাতৌদি পরিবারের উত্তরাধিকার ধরে রাখতে কিছু করার অনুরোধ জানান। একটু অন্যভাবে সেটা করতে রাজি হয় তাঁরা। সিরিজের জয়ী অধিনায়ককে পাতৌদি মেডেল দেওয়া হবে। ইংল্যান্ডের সঙ্গে বরাবরই একটি যোগসূত্র আছে শচীনের। ১৯৮৮ সালে তাঁর প্রথম বিমানযাত্রা ইংল্যান্ডে। স্টার ক্রিকেট ক্লাব দলের অঙ্গ ছিলেন। প্রথম আন্তর্জাতিক শতরান ওল্ড ট্র্যাফোর্ডে। ইংলিশ ক্রিকেটার না হয়েও ইয়র্কশায়ারের হয়ে তিনি প্রথম খেলেন। তাঁর শ্বাশুড়ি ইংরেজ। সুতরাং, পারিবারিক যোগসূত্রও রয়েছে। ২৪ বছরের দীর্ঘ ক্রিকেটজীবনে নানাভাবে জড়িয়ে আছে ইংল্যান্ড। তাই জিমি অ্যান্ডারসন এবং তাঁর নামে ট্রফি নামকরণ হওয়ার আপ্লুত শচীন।