আজকাল ওয়েবডেস্ক: ২০ তারিখ থেকে শুরু হচ্ছে ভারত-ইংল্যান্ড প্রথম টেস্ট ম্যাচ। সেই টেস্টের বল গড়ানোর আগে উচ্ছ্বসিত জো রুট। 

ইংল্যান্ডের টেস্ট ইতিহাসের সফলতম ব্যাটসম্যান বলছেন, তাঁর কেরিয়ারের সবচেয়ে আনন্দময় সময় এটিই। 

আগামী ছ'মাস লাল বলে ব্যস্ত সূচি ইংল্যান্ডের। ভারতের বিরুদ্ধে বছরের শেষ দিকে অ্যাশেজ সিরিজ রয়েছে অস্ট্রেলিয়ার মাটিতে। 

এই সব চ্যালেঞ্জের জন্য কয়েক মাস ধরে প্রস্তুতি নিচ্ছেন রুট। বুধবার প্রাক্তন সতীর্থ স্টুয়ার্ট ব্রডের সঙ্গে আলোচনায় ৩৪ বছর বয়সী ব্যাটসম্যান বলেন, ''মাঠে নামার জন্য অধীর অপেক্ষায় রয়েছি। এই সিরিজগুলোর জন্যই খেলা। আমাদের সামনে যে সুযোগগুলো আছে, তা অসাধারণ।''

২০২২ সালে রুট যখন টেস্ট নেতৃত্ব থেকে সরে দাঁড়ান। তখন থেকে পাঁচদিনের ফরম্যাটে ইংল্যান্ডের সবচেয়ে ধারাবাহিক ব্যাটসম্যান তিনি। এবারও তাঁর দিকেই তাকিয়ে ইংল্যান্ড। রুট বলছেন, ''এটা আমার কেরিয়ারের সবচেয়ে আনন্দময় সময় হয়ে উঠেছে। বেন স্টোকস ও ব্রেন্ডন ম্যাকালাম  অসাধারণ কাজ করেছে। এর সঙ্গে অনেক আনন্দও বয়ে এনেছেন।''

বিরাট কোহলি এবং রোহিত শর্মাকে ছাড়া ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজে নামবে টিম ইন্ডিয়া। শুভমন গিলের নেতৃত্বে শুরু হবে নতুন যুগ। জিওফ্রে বয়কটের দাবি, রোহিত নয়, কোহলিকে বেশি মিস করবে ভারতীয় ক্রিকেট। নিজের কলমে বয়কট লেখেন,'বিরাট কোহলি এবং রোহিত শর্মার অবসর ভারতের ইংল্যান্ডকে হারানোর সম্ভাবনা কমিয়ে দিয়েছে। সবচেয়ে বড় ক্ষতি কোহলির অবসর। কারণ তিন ফরম্যাটেই ও ভারতের সেরা ব্যাটার।'