সংবাদ সংস্থা মুম্বই: হলিউডের সুপারহিরোদের দেখে মুগ্ধ হন? ভাবেন এই চরিত্রগুলোর গল্প, ক্ষমতা একেবারে মৌলিক? তাহলে শুনে নিন অক্ষয় কুমারের অদ্ভুত দাবি—“এইসব সুপারহিরো আসলে ভারতীয় পুরাণ থেকেই অনুপ্রাণিত!”

 

এক সাক্ষাৎকারে  অক্ষয় বললেন, “আমাদের দেশে এত গল্প, এত উপাখ্যান! আমি বিশ্বাস করি হলিউড আমাদেরই গল্প থেকে অনুপ্রেরণা নেয়। তাদের সব সুপারহিরো আর সুপারপাওয়ার, সবই আমাদের পুরাণ থেকে এসেছে।” তিনি উদাহরণ দেন নিজের আসন্ন ছবি ‘কন্নাপ্পা’-র প্রসঙ্গ টেনে। “আমি তো আগে জানতামই না কন্নাপ্পার গল্পটা! কিন্তু জানার পর অবাক হয়ে গিয়েছিলাম। আমাদের দেশের গল্পগুলোই অবিশ্বাস্য!”

 

পাশে বসা অভিনেতা ও প্রযোজক বিষ্ণু মানচু যোগ করেন, “আমি তো মনে করি ‘স্টার ওয়ার্স’ পর্যন্ত মহাভারত থেকে অনুপ্রাণিত।” আরও বললেন, “অনেকেই বলেন, ইটি ছবিটাও সত্যজিৎ রায়ের লেখা চিত্রনাট্য ‘দ্য এলিয়েন’-এর থেকে স্রেফ টোকা হয়েছে।”

 

প্রসঙ্গত, ‘কন্নাপ্পা’ এক পৌরাণিক ড্রামা, যেখানে দেখানো হবে শিব-ভক্ত কন্নাপ্পার জীবনকথা। ছবিতে বিষ্ণু মানচু অভিনয় করছেন কন্নাপ্পার ভূমিকায়, অক্ষয় কুমার রয়েছেন শিবের চরিত্রে,  কাজল আগরওয়াল হচ্ছেন পার্বতী। ছবিতে থাকছেন থাকছেন প্রভাস এবং মোহনলালও।