সংবাদ সংস্থা মুম্বই: তারকাদের চুল থেকে নখ—নেটিজেনদের নজর এড়ায় না কিছুই! কে পরছেন পরচুলা, কোন তারকার আসল চুল—এসব নিয়ে সোশ্যাল মিডিয়ায় তর্কের শেষ নেই। কিন্তু এবার এই চুল-তর্কে নিজেই মুখ খুললেন বলিউডের তারকা হেয়ারস্টাইলিস্ট আলিম হাকিম। সোজাসাপটা ভঙ্গিতে জানালেন হৃতিক রোশন এবং কপিল শর্মার ছুঁল আসল না নকল!
সাম্প্রতিক এক সাক্ষাৎকারে আলিম জানালেন, “না না না! হৃতিক রোশন হোক অথবা কপিল শর্মা—কাউকেই পরচুলা পরতে হয় না। আমি নিজেই ওঁদের চুল কেটেছি। ক্যামেরার সামনে আসল আর নকল চুলের প্রতিক্রিয়া একরকম হয় না। ওয়ার ছবির সেই আইকনিক হেলিকপ্টার থেকে নামার দৃশ্য মনে আছে নিশ্চয়ই? সবটুকুই কিন্তু আসল, আর হৃতিকের চুল? দুর্দান্ত কোয়ালিটি, বস!”
শুধু হৃতিকই নয়, কপিল শর্মাকেও নিয়েও গুজবের শেষ নেই। কেউ বলেন হেয়ার প্যাচ, কেউ বলেন টাক ঢাকতে পরচুলা! আলিম সাফ জানিয়েছেন, “সব গুজব। ওঁদের কারও মাথায় নকল চুল নেই। বরং আমার নিজের চুলই নকল। পরচুলা ব্যবহার করি আর আমি সেটা লুকোই না।” আলিম মজা করে বলেন, “অনেকে আমাকে মেসেজ করে বলেন, ‘ওমুক তারকার পরচুলাটা তো দারুণ!’ আমি তখন হেসে বলি—ভুল ধরেছ ভাই, পরচুলাটা রয়েছে আমার মাথায়!”
