টিনসেল টাউনের মায়া নগরীতে খবর অফুরান। বিনোদনের সমস্ত খবর জানতে যদি চান, চোখ রাখুন নজরে বিনোদনে। জেনে নিন, সারাদিনের গরমাগরম খবর কী?-----
বিয়ের তোড়জোড়
২০২৩-এর বিয়ের কন্টিনিউটি ২০২৪-এও। বছরশুরু আমির খান-রিনা দত্তের মেয়ের বিয়ে দিয়ে। ৩ জানুয়ারি বিয়ে। তার আগে সম্ভবত ২ জানুয়ারি আইনি বিয়ে সারবেন ইরা খান-নুপূর শিখর। সেই আনন্দে পয়লা জানুয়ারির সন্ধে থেকেই ‘মি. পারফেকশনিস্ট’ এবং রিনার বাড়ি আলো ঝলমলে। সারা বাড়ি মুড়ে দেওয়া হয়েছে আলোর মালায়।
নববর্ষে খুশি খুশি...
নববর্ষে দুই বোনের প্রেমিকের নাম ফাঁস! করণ জোহরের সঙ্গে কফি খেতে খেতে জাহ্নবী কাপুর স্বীকার করেছেন, তাঁর স্পিড ডায়ালে শিখর পাহাড়িয়ার নাম থাকে। সঙ্গে সঙ্গে ক্যাচ কট কট। দ্বিতীয়জন খুশি কাপুর। আগের দিন বেদাঙ্গ রায়না প্রকাশ্যে জানিয়েছিলেন, তাঁর সঙ্গে বনি কাপুরের ছোট মেয়ের প্রেম নেই। তারপরেই তিনি নববর্ষে খুশির সান্নিধ্যেই মহাখুশি! কাপুর পরিবারের উদযাপনে যোগদান করে দিব্য কাটিয়েছেন বছরের প্রথম দিন।
আশীর্বাদ নিয়ে মন্দিরে
নববর্ষের আশীর্বাদ নিতে দুবাইয়ের একটি মন্দিরে দেখা গেল রিয়া চক্রবর্তীকে। সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া একটি ভিডিওয় দেখা গিয়েছে, অভিনেত্রী বাকিদের সঙ্গে মন্দির প্রাঙ্গনে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে রয়েছেন। দুধ সাদা সালোয়ার-কামিজে সাজিয়েছিলেন নিজেকে। খবর, নতুন বছরে জীবন যাতে সমস্যাহীন হন সেই প্রার্থনা নিয়েই ঈশ্বরের কাছে পৌঁছছিলেন তিনি।
জাপান থেকে নিরাপদে
নিরাপদেই ভূমিকম্প-সুনামি কবলিত জাপান থেকে বাড়ি ফিরলেন জুনিয়ার এনটিআর। নতুন বছরেও জাপানের ইশিকাওয়া প্রিফেকচারে একাধিক কম্পনের পর আট জন মারা গিয়েছেন। অভিনেতা টুইটে (বর্তমানে এক্স) সে দেশের সমস্ত মানুষের প্রতি সমবেদনা জানিয়েছেন। তিনি এক সপ্তাহ ছিলেন সেখানে। তবে তিনি নিরাপদ রয়েছেন।
বিয়ের তোড়জোড়
২০২৩-এর বিয়ের কন্টিনিউটি ২০২৪-এও। বছরশুরু আমির খান-রিনা দত্তের মেয়ের বিয়ে দিয়ে। ৩ জানুয়ারি বিয়ে। তার আগে সম্ভবত ২ জানুয়ারি আইনি বিয়ে সারবেন ইরা খান-নুপূর শিখর। সেই আনন্দে পয়লা জানুয়ারির সন্ধে থেকেই ‘মি. পারফেকশনিস্ট’ এবং রিনার বাড়ি আলো ঝলমলে। সারা বাড়ি মুড়ে দেওয়া হয়েছে আলোর মালায়।
নববর্ষে খুশি খুশি...
নববর্ষে দুই বোনের প্রেমিকের নাম ফাঁস! করণ জোহরের সঙ্গে কফি খেতে খেতে জাহ্নবী কাপুর স্বীকার করেছেন, তাঁর স্পিড ডায়ালে শিখর পাহাড়িয়ার নাম থাকে। সঙ্গে সঙ্গে ক্যাচ কট কট। দ্বিতীয়জন খুশি কাপুর। আগের দিন বেদাঙ্গ রায়না প্রকাশ্যে জানিয়েছিলেন, তাঁর সঙ্গে বনি কাপুরের ছোট মেয়ের প্রেম নেই। তারপরেই তিনি নববর্ষে খুশির সান্নিধ্যেই মহাখুশি! কাপুর পরিবারের উদযাপনে যোগদান করে দিব্য কাটিয়েছেন বছরের প্রথম দিন।
আশীর্বাদ নিয়ে মন্দিরে
নববর্ষের আশীর্বাদ নিতে দুবাইয়ের একটি মন্দিরে দেখা গেল রিয়া চক্রবর্তীকে। সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া একটি ভিডিওয় দেখা গিয়েছে, অভিনেত্রী বাকিদের সঙ্গে মন্দির প্রাঙ্গনে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে রয়েছেন। দুধ সাদা সালোয়ার-কামিজে সাজিয়েছিলেন নিজেকে। খবর, নতুন বছরে জীবন যাতে সমস্যাহীন হন সেই প্রার্থনা নিয়েই ঈশ্বরের কাছে পৌঁছছিলেন তিনি।
জাপান থেকে নিরাপদে
নিরাপদেই ভূমিকম্প-সুনামি কবলিত জাপান থেকে বাড়ি ফিরলেন জুনিয়ার এনটিআর। নতুন বছরেও জাপানের ইশিকাওয়া প্রিফেকচারে একাধিক কম্পনের পর আট জন মারা গিয়েছেন। অভিনেতা টুইটে (বর্তমানে এক্স) সে দেশের সমস্ত মানুষের প্রতি সমবেদনা জানিয়েছেন। তিনি এক সপ্তাহ ছিলেন সেখানে। তবে তিনি নিরাপদ রয়েছেন।
