আজকাল ওয়েবডেস্ক: দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ। দুর্ঘটনায় প্রাণ গিয়েছে ৩ জনের। আহত অন্তত ৪। মধ্যপ্রদেশের গুনা জেলায় এই দুর্ঘটনা ঘটে। পুলিশ সূত্রের খবর, বছরের প্রথম দিনে, অর্থাৎ সোমবার রাত ৮টা নাগাদ জেলা সদর থেকে অন্তত ৫০ কিলোমিটার দূরে রাঘোগড় এলাকায় এই দুর্ঘটনা ঘটে। রাঘোগড় থানা সূত্রের খবর, দুটি মোটর সাইকেলের মধ্যে একটিতে ৪ জন এবং অন্যটিতে ৩ জন যাত্রী সওয়ার ছিলেন। মাঝপথে মুখোমুখি সংঘর্ষ হয় দুটি মোটরবাইকের। তিনজনের মৃত্যু হয়েছে দুর্ঘটনায়। আহতদের ৪ জনকে চিকিৎসার জন্য গুনার একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। দুর্ঘটনার একটি মামলা দায়ের হয়েছে বলেও জানা গিয়েছে।