সংবাদসংস্থা মুম্বই: 

আমিরের ‘না’!

আসন্ন ছবি সিতারে জমিন পর–এর মুক্তির আগে থেকেই আমির খান স্পষ্ট করে দিয়েছিলেন—এই ছবি হল থেকে উঠতেই এক ঝটকায় ওটিটি প্ল্যাটফর্মে আসবে না। আর এবার জানা গেল, এই সিদ্ধান্তের পেছনে কতটা বড় ঝুঁকি নিয়েছেন মিস্টার পারফেকশনিস্ট। ট্রেড অ্যানালিস্ট কোমল নাহটা-এর মতে, আমির সম্প্রতি অ্যামাজন প্রাইম ভিডিও-র তরফ থেকে পাওয়া বিশাল অঙ্ক— ১২০ কোটি টাকার টাকার প্রস্তাব সরাসরি ফিরিয়ে দিয়েছেন! কেন? আরও দাম পেতে? না কি নেটফ্লিক্স-কে উসকে দিয়ে বিডিং ওয়ারে নামাতে? না, একেবারেই না! কোমল লিখেছেন, “আমির এই প্রস্তাব ফিরিয়ে দিয়েছেন একেবারে বিনয়ের সঙ্গে। কারণ ওটিটির দুনিয়ায় তিনি এক ‘গেম চেঞ্জার’ হতে চাইছেন।”

 

এবার হরর-কমেডি ইউনিভার্সে রণবীর? 

ধুরন্ধর-এর শুটিংয়ে ব্যস্ত রণবীর সিং। পাশাপাশি আরও একটি বড় প্রজেক্টে হাত দিয়েছেন তিনি। ম্যাডক ফিল্মস-এর সঙ্গে গাঁটছড়া বাঁধতে চলেছেন রণবীর, এমনটাই খবর। সম্প্রতি তাঁকে দেখা গেছে ম্যাডকের অফিসে ঢুকতে, আর সেখান থেকেই শুরু হয়েছে জল্পনা—নতুন কী আসছে? এইমুহূর্তে রণবীরের হাতে বড় বড় তিনটি প্রোজেক্ট— ‘ধুরন্ধর’, ‘ডন ৩’ আর তার সঙ্গে যোগ হতে চলেছে ম্যাডক ফিল্মসের এই নতুন ছবি। এখনই জানা যাচ্ছে না ছবির নাম বা বিষয়বস্তু, তবে সূত্রের খবর—“একেবারে অন্যরকম কিছু হতে চলেছে।”

ম্যাডক ফিল্মস ইতিমধ্যেই ঘোষণা করেছে, তারা আগামী বছরে  হরর-কমেডি ইউনিভার্সের ৮টি ছবি আনতে চলেছে। এখন প্রশ্ন—রণবীর কি সেই ইউনিভার্সের নতুন সদস্য?যদিও এখনও বিষয়টি গোপন রাখা হয়েছে, তবুও রণবীর-ম্যাডক যুগলবন্দি যে জোরদার কিছু নিয়ে আসছে, তা নিয়ে সংশয় নেই!

 


সলমনের বিপুল ক্ষতি! 

১-২ কোটি টাকার নয়, বরং ৯১ টাকা লোকসান হল সলমন খানের! আরও ভাল করে বললে সলমনের ছবির।  সলমন খানের বহুল প্রতীক্ষিত ঈদ রিলিজ সিকান্দার বক্স অফিসে আশানুরূপ ফল তো করেইনি, উলটে মুক্তির আগেই মুখোমুখি হয়েছিল ভয়ঙ্কর ধাক্কার। সূত্রের খবর অনুযায়ী, ছবিটি অনলাইনে লিক হয়ে গেছে মুক্তির একদিন আগেই, আর তাতেই প্রায় ৯১ কোটি টাকার ক্ষতি!

 

এআর মুরুগাদোস পরিচালিত ও নাডিয়াদওয়ালা গ্র্যান্ডসন প্রযোজিত এই অ্যাকশন ফিল্মে সলমান খানের সঙ্গে ছিলেন রাশ্মিকা মন্দানাও। কিন্তু বড় তারকা আর বড় বাজেট দিয়েও ছবির ভাগ্য বদলানো গেল না। খবর, ছবির উন্নত মানের প্রিন্ট ফাঁস হয়ে যায় তামিলরকার্স, মুভিরুলজ, ফিল্মিজিল্লা-র মতো পাইরেটেড ছবির সাইটে, তাও আবার থিয়েটারে প্রথম শো হওয়ার আগেই! ফলে আগ্রহী অনেক দর্শকই হলে না গিয়ে ফোনেই দেখে ফেলেন ছবিটি।