আজকাল ওয়েবডেস্ক: রোহিত শর্মাকে ছুঁয়ে ফেললেন গ্লেন ম্যাক্সওয়েল। গড়লেন টি-২০ ক্রিকেটে নয়া নজির। ক্রিকেটের সংক্ষিপ্ত ফরম্যাটে চতুর্থ সর্বোচ্চ শতরানের রেকর্ড করলেন অস্ট্রেলিয়ান অলরাউন্ডার। এই তালিকায় রয়েছেন ডেভিড ওয়ার্নার, অ্যারন ফিঞ্চ, রোহিত শর্মা এবং জস বাটলার। নিজের অষ্টম শতরান তুলে নিলেন অজি তারকা। মেজর লিগ ক্রিকেটে ওয়াশিংটন ফ্রিডমের হয়ে লস অ্যাঞ্জেলেস নাইট রাইডার্সের বিরুদ্ধে এই নজির গড়েন। ৪৯ বলে ১০৬ রানে অপরাজিত থাকেন। তারমধ্যে মাত্র দুটো বাউন্ডারি এবং ১৩টি ছক্কা। স্ট্রাইক রেট ২১৬.৩৩। স্টিভ স্মিথের পরিবর্তে এবার দলকে নেতৃত্ব দিচ্ছেন ম্যাক্সওয়েল। 

শতরানের সুবাদে টি-২০ ক্রিকেটে ১০,৫০০ রান ছাপিয়ে গেলেন। ঝুলিতে রয়েছে ১৭৮ উইকেট। এছাড়াও আরও একটি রেকর্ড গড়লেন। প্রথম প্লেয়ার হিসেবে ১০,৫০০ রান, ১৭০ এর বেশি উইকেট এবং পাঁচের বেশি টি-২০ শতরানের মালিক হলেন। ওয়ার্নার, ফিঞ্চ, রোহিত, বাটলার এবং ক্লিঙ্গারের আটটি টি-২০ শতরান রয়েছে। এই ফরম্যাটে সবচেয়ে বেশি শতরান ক্রিস গেইলের। ৪৬৩ ম্যাচে ২২টি সেঞ্চুরি করেন। দ্বিতীয় স্থানে রয়েছেন বাবর আজম। তাঁর শতরানের সংখ্যা ১১। তারপরই রয়েছেন রিলে রসু এবং বিরাট কোহলি। তাঁদের শতরানের সংখ্যা নয়।