আজকাল ওয়েবডেস্ক: কথায় বলে বিশ্বাসে মিলায় বস্তু তর্কে বহুদূর। অর্থাৎ পৃথিবীতে এমন অনেক কিছুই ঘটে যার ব্যাখ্যা যুক্তিবাদী মনের পক্ষেও বর্ণনা করা অসম্ভব। কিন্তু পৃথিবীতে কি সত্যিই অলৌকিক কিছু ঘটে?  

১। গঙ্গার জল: হিন্দু ধর্মে গঙ্গাজলকে অত্যন্ত পবিত্র বলে মনে করা হয়। অনেকেই মনে করেন, গঙ্গা জল বছরের পর বছর রেখে দিলেও তার থেকে পচা গন্ধ নির্গত হয় না। এমনকী কেউ কেউ মনে করেন গঙ্গা জলে কোনও রোগ জীবাণুও বাসা বাঁধে না। বিজ্ঞানীদের একাংশের মতে গঙ্গার জলে অক্সিজেনের মাত্রা স্বাভাবিকের চেয়ে বেশি থাকে। তাই এমন ঘটনা ঘটে। তবে এখনও কোনও নিশ্চিত প্রমাণ মেলেনি।

২। পুরীর পতাকা: পুরীর জগন্নাথ মন্দিরের উপর যে ধ্বজা লাগানো হয়, সেই পতাকা বায়ু প্রবাহের উল্টো দিকে ওড়ে। অনেকেরই বিশ্বাস এ এক অলৌকিক ঘটনা। মনে করা হয় এই পতাকার মাধ্যমে প্রভু জগন্নাথ মহালক্ষ্মীর সঙ্গে যোগাযোগ স্থাপন করেন। তবে বিজ্ঞানীরা অবশ্য জানাচ্ছেন, এর নেপথ্যে রয়েছে 'কর্মন ভরটেক্স' নামের এক তত্ত্ব। যদিও বিশ্বাসীদের অনেকেই সেই কথায় কান দিতে চান না।

৩। টানোট মাতা মন্দির: ভারত পাক যুদ্ধের সময় সীমান্তবর্তী অঞ্চলে ৩০ হাজার বোমা পড়লেও রাজস্থানের টানোট মাতা মন্দিরে একটিও বোমা পড়েনি। টানোট মাতাকে দুর্গার একটি রূপ বলে মনে করা হয়। বিধ্বংসী যুদ্ধে এই মন্দির অক্ষত থাকায়, মনে করা হয় দেবী দুর্গা নিজেই রক্ষা করেছেন মন্দিরটিকে।

৪। আমেদাবাদের গীতা: আমেদাবাদে ঘটে যাওয়া বিমান দুর্ঘটনায় শোকস্তব্ধ গোটা দেশ। কিন্তু এই ধ্বংসের মাঝেও উঠে এসেছে এক বিরল চিত্র। বিমানের কোনও এক যাত্রী নিজের সঙ্গে বহন করছিলেন একটি গীতা। বাকি সব কিছু পুড়ে গেলেও অক্ষত রয়েছে গীতাটি। বিশ্বাসীরা একে দৈবের প্রভাব বলেই মনে করছেন। এই যুক্তি অবশ্য মানতে নারাজ অনেকেই। অনেকে দাবি করেছেন, যাঁর বই তিনি নিজেই তো রক্ষা পেলেন না।
তবে তর্ক-বিতর্ক যাই হোক যাঁদের বিশ্বাস করার ইচ্ছে তাঁরা যে কোনও স্থানেই ঈশ্বর দর্শন করতে পারেন আবার যাঁরা নাস্তিক তাঁরা মানেন না কিছুই। যাঁরা যুক্তিবাদী তাঁরা মনে করেন, আপাত ভাবে কোনও বিষয়ের কারণ বুঝতে না পারলেও তা অন্ধভাবে মেনে নেওয়া উচিত নয়। কারণ দৃষ্টির বাইরেও থাকতে পাড়ে নানান যুক্তি। কাজেই এই তর্ক চলতেই থাকবে।