সংবাদসংস্থা মুম্বই:
‘আমিরি’ ব্যাপার!
নিজের সন্তানদের নামকরণের প্রসঙ্গে এক হৃদয়স্পর্শী ও সহজ অথচ গুরুত্বপূর্ণ মন্তব্য করলেন বলিউড তারকা আমির খান। এক সাক্ষাৎকারে অভিনেতা বলেন, “আমার সন্তানদের নাম যাঁরা রেখেছেন, তাঁরা আমার দুই স্ত্রী। এখানে আমার কোনও হস্তক্ষেপ ছিল না...নাম রাখার মতো বিষয়ে সাধারণত স্বামীর খুব একটা কথা শোনা হয় না। স্ত্রী-ই ঠিক করেন সন্তানের নাম। রিনা রেখেছিলেন জুনেইদ আর ইরা নাম। আর ইরা হল সরস্বতীর আরেক নাম”— বললেন আমির।” তিনি আরও ব্যাখ্যা করে বলেন, “আপনি হয়তো ইরাবতীর নাম শুনেছেন, ইরা সেই নামেরই সংক্ষিপ্ত রূপ। রিনা ‘বুক অফ হিন্দু নেমস’ বই থেকে নামটি খুঁজে পেয়েছিল, যেটা মানেকা গান্ধীর লেখা।”
তৃতীয় সন্তান ‘আজাদ’-এর নাম প্রসঙ্গে আমির বলেন, “এই নাম রেখেছিল কিরণ। কারণ আমরা মৌলানা আজাদের বংশধর আমি। তিনি দেশের জন্য,আমাদের জন্য অসাধারণ আত্মবলিদান দিয়েছিলেন। সেই সম্মানেই এই নাম রাখা হয়েছে।”
জ্যাকসন-কৃষ?
ভারত সফরে এসেই নেটদুনিয়া কাঁপাচ্ছেন কোরিয়ান পপ সেনসেশন জ্যাকসন ওয়াং। তবে তার সফরের সবচেয়ে হাইপড ঘটনা? নিঃসন্দেহে বলিউড সুপারস্টার হৃত্বিক রোশন-এর সঙ্গে তার বিশেষ ডিনার মিটিং। শুধু হৃত্বিকই নয়, ডিনারে ছিলেন রোশন পরিবারের সদস্যরাও— এবং বলিউডের একঝাঁক ঘনিষ্ঠ বন্ধুও। এই মুহূর্তে জ্যাকসন ভারতে এসেছেন তাঁর পরবর্তী অ্যালবাম ‘ম্যাজিক ম্যান ২’-এর প্রচারে। সেই সময় এক সাক্ষাৎকারে মজা করেই বলে ফেললেন, “হৃত্বিক ‘কৃষ ৪’ করছে। কিন্তু এখনও প্রোডাকশনে যায়নি, তাই না? আমি তো আছি ছবিতে! আমিই হচ্ছি নতুন কৃষ!” তারপরেই হেসে যোগ করেন, “আমি মজা করছি, প্লিজ সিরিয়াসলি নিও না। আমি একটু এক্সট্রোভার্ট টাইপের। মিশিয়ে দিতে ভাল লাগে সব কিছু। হৃত্বিককে আজ রাতেই বলব এই কথা!"
কৃতি এবার 'লেডি ডন'?
রণবীর সিংয়ের বিপরীতে ‘ডন ৩’-তে প্রথমে নাম এসেছিল কিয়ারা আদবানির। কিন্তু শোনা যাচ্ছে, মাতৃত্বকালীন বিরতির কারণে কিয়ারা নাকি ছবি থেকে সরে দাঁড়িয়েছেন। আর সেই জায়গায় নতুন নাম উঠে এসেছে কৃতি শ্যাননের!এই গুঞ্জন চূড়ান্ত রূপ পেল একটি ভাইরাল ভিডিওর হাত ধরে। মুম্বইয়ের রাস্তায় বেড়োতে বেরিয়েছিলেন কৃতি, সঙ্গে ছিলেন বোন নুপুর শ্যানন। তখনই পাপারাৎজিদের মধ্যে একজন হঠাৎ ডেকে উঠলেন, “এই যে লেডি ডন আসছেন!”
তা শুনে কৃতির প্রতিক্রিয়া? একটা লাজুক হাসি, মৃদু লালচে আভা, আর কোনও উত্তর না দিয়েই সোজা গিয়ে উঠলেন গাড়িতে। আর তাতেই তো হৈচৈ শুরু ভক্তদের মধ্যে! সত্যিই কি কৃতি হচ্ছেন নতুন ডন-গার্ল? রণবীরের বিপরীতে থাকছেন তিনিই?
এখনও কোনও আনুষ্ঠানিক বিবৃতি আসেনি এ বিষয়ে তবে বলিউডে তো গুঞ্জন মানেই... কিছু একটা হচ্ছেই!
