আজকাল ওয়েবডেস্ক: পাকিস্তান ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান মহসিন নাকভিকে একহাত নিলেন জেসন গিলেসপি। গুরুত্বপূর্ণ টিম বিল্ডিং সেশনে উপস্থিত না থাকায় জন্য তাঁকে কটাক্ষ করলেন পাকিস্তানের প্রাক্তন টেস্ট কোচ। সেশনের নাম ছিল 'কানেকশন ক্যাম্প।' গিলেসপি জানান, তিনি এবং পাকিস্তানের সাদা বলের কোচ গ্যারি কার্স্টেন অস্ট্রেলিয়া এবং দক্ষিণ আফ্রিকা থেকে যান শুধুমাত্র এই সেশনে যোগ দিতে। কিন্তু নাকভি ছিলেন না। তাঁকে অনলাইনে ধরা হয়। গিলেসপি বলেন, 'কানেকশন ক্যাম্প গ্যারির মস্তিষ্কপ্রসূত ছিল। সেই বৈঠকে সবাই নিজেদের অভিজ্ঞতার কথা জানায়। আমি অস্ট্রেলিয়া, গ্যারি দক্ষিণ আফ্রিকা থেকে উড়ে গিয়েছিল। কিন্তু চেয়ারম্যান মহসিন নাকভি জুম কলে ছিলেন। উনি লাহোরে থেকেও আসেননি। আমাদের মনে হয়েছিল, ২০ মিনিট ড্রাইভ করে এখানে আসতে পারতেন না চেয়ারম্যান! আশ্চর্য লেগেছিল।'

২০২৪ সালের ২৩ সেপ্টেম্বর কানেকশন ক্যাম্প আয়োজিত হয়েছিল। জাতীয় দলের মধ্যে বন্ডিং বাড়ানোর জন্যই এই আয়োজন করা হয়। সেই সেশনের অঙ্গ ছিলেন বাবর আজম, ফকর জামান, মহম্মদ রিজওয়ান, সাইম আইয়ুব, সলমন আলি আঘা, সৌদ শাকিল, শাদাব খান এবং শান মাসুদের মতো প্লেয়াররা। গতবছর এপ্রিলে গিলেসপি এবং কার্স্টেনের সঙ্গে চুক্তি হয় পিসিবির।‌ কিন্তু সাত-আট মাস পরই তাঁরা পদত্যাগ করে। জানানো হয়, পিসিবির সঙ্গে মত পার্থক্যের জেরেই তাঁরা সরে যাচ্ছ।