আজকাল ওয়েবডেস্ক: ক্রিকেটে নতুন নিয়ম আনছে এমসিসি। বাউন্ডারির বাইরে গিয়ে উড়ন্ত অবস্থায় ক্যাচ ধরার নিয়মে বড়সড় বদল আনছে ক্রিকেটের নিয়ম প্রস্তুতকারক সংস্থা এমসিসি।
বাউন্ডারি লাইনের ধারে ক্যাচ নিতে গিয়ে বা ছক্কা আটকাতে গিয়ে অনেক সময় ফিল্ডার ভারসাম্য হারিয়ে ফেলেন। তখন বলটি ওপরে ছুড়ে দিয়ে সীমানা পেরিয়ে যান। বাউন্ডারির বাইরে থাকতেই লাফ দিয়ে বলটি হাতের ধাক্কায় আবারও উপরে ছুড়ে দিয়ে সীমানার ভেতরে ফেরত পাঠান। তারপর নিজে বাউন্ডারির ভিতরে এসে ক্যাচটি নেন কিংবা ছক্কা বাঁচান। কিন্তু এটা করতে গিয়ে কখনও কখনও ফিল্ডার বাউন্ডারির বাইরে উড়ন্ত অবস্থায় একাধিকবার বলে স্পর্শ করেন। মেরিলিবোর্ন ক্রিকেট ক্লাবের নতুন নিয়ম অনুযায়ী, এভাবে ক্যাচ নেওয়া বা ছক্কা বাঁচানো আর বৈধ থাকবে না। বাউন্ডারির বাইরে উড়ন্ত অবস্থায় আর বলে একাধিকবার স্পর্শ করতে পারবেন না ফিল্ডার।
নতুন নিয়মে বলা হচ্ছে, একজন ফিল্ডার বাউন্ডারির বাইরে লাফিয়ে শুধু একবারই বল স্পর্শ করতে পারবেন। এরপর সীমানার ভেতরে ঢুকে তাঁকে ক্যাচ নিতে হবে। উড়ন্ত অবস্থাতেও একাধিকবার বল স্পর্শ করা যাবে না।
শূন্যে উড়ে একবার স্পর্শ করে ক্যাচ ধরলে সেই ক্যাচ অবশ্য বৈধ থাকবে। উদাহরণ হিসাবে বলা যায়, ২০২৪ টি২০ বিশ্বকাপ ফাইনালে সূর্যকুমার যাদব মিলারের যে ঐতিহাসিক ক্যাচ ধরেছেন সেটি বৈধ থাকবে। সেক্ষেত্রেও অবশ্য দ্বিতীয়বার বলে স্পর্শ করার সময় ফিল্ডারের পুরো শরীর সীমানার ভিতরেই থাকতে হবে।
এমসিসি নতুন এই নিয়মে ছাড়পত্র দিয়েছে। আগামী সপ্তাহেই আইসিসির প্লেয়িং কন্ডিশনে ওই নিয়ম যুক্ত হবে। তবে নতুন এই নিয়ম কার্যকর হবে আগামী বছরের অক্টোবর থেকে।
