সংবাদ সংস্থা মুম্বই: রজিনীকান্তের আসন্ন অ্যাকশন থ্রিলার ‘কুলি’-তে থাকছেন আমির খান—এবং সেটা কোনও ছোটখাটো খবর নয়। নিজের মুখেই এই খবরের সত্যতার উপর সিলমোহর দিয়েছেন খোদ আমির! বলিউডের মিঃ পারফেকশনিস্ট-এর কথায়, “আমি রজিনী স্যারের বিরাট ফ্যান। তাই লোকেশ (কানাগরাজ) যখন বলল ওঁর ছবিতে অতিথি শিল্পীর ভূমিকায় অভিনয় করতে হবে, আমি এক মুহূর্তও ভাবিনি। চিত্রনাট্য পর্যন্ত শুনিনি। বলেই দিয়েছিলাম—আমি করব!”
লোকেশ কানাগরাজ পরিচালিত ‘কুলি’ একটি তামিল অ্যাকশন থ্রিলার, যেখানে রজনীকান্তকে দেখা যাবে এক ফ্যাক্টরি-ব্যাকড্রপে দুর্ধর্ষ অ্যাকশনে। ছবিতে আরও অভিনয় করছেন সৌবিন শাহির, নাগার্জুনা, শ্রুতি হাসান, সত্যরাজ ও উপেন্দ্র।
সান পিকচার্স প্রযোজিত এই ছবির প্রথম ঝলক ইতিমধ্যেই দর্শকদের মন কেড়ে নিয়েছে। কালো-সাদার মধ্যে সোনালি রঙের হাইলাইট নিয়ে টিজারটি শৈল্পিকভাবে সাজানো। ২০২৫ সালে আইম্যাক্স ফর্ম্যাটেও মুক্তি পাবে এই ছবি। সঙ্গীত পরিচালনায় আছেন অনিরুদ্ধ রবিচন্দ্রন, সিনেমাটোগ্রাফিতে গিরীশ গঙ্গাধারণ এবং সম্পাদনায় ফিলোমিন রাজ।
এই ছবিতে তাঁর যোগদানের খবর প্রকাশ্যে আসার পাশাপাশি আমির খান একটি আবেগঘন অভিজ্ঞতা শেয়ার করেছেন তাঁর সাম্প্রতিক ছবির ব্যর্থতা নিয়ে। ‘সিতারে জমিন পর’ প্রত্যাশামতো সাড়া না পাওয়ায় তিনি মানসিকভাবে ভেঙে পড়েছিলেন। এমনকি পরিচালক আর.এস. প্রসন্নকে অনুরোধ করেন, “আমার বদলে ফারহান আখতারকে নাও।” আমির বলেন, “লাল সিং চাড্ডা-র পর আমি খুব ভেঙে পড়েছিলাম। বহুদিন পর একটা ছবি চলেনি। সেটা আমার কাছে সত্যিই বড় ধাক্কা ছিল, কারণ আমি ছবিটা ভালই লেগেছিল।”
এই স্পোর্টস কমেডি ড্রামা স্প্যানিশ ছবি ‘চ্যাম্পিয়ন্স’-এর রিমেক, যেখানে আমিরের পাশাপাশি জেনেলিয়া দেশমুখ এবং ১০ জন নতুন মুখ গুরুত্বপূর্ণ ভূমিকায় রয়েছেন।
