আজকাল ওয়েবডেস্ক: টেক্সাসের শহরে হানা দেওয়া একাধিক উগ্র বাঁদরের দল যেন টার্গেট ঠিক করে ফেলেছে—পুরুষের শরীরের সবচেয়ে সংবেদনশীল জায়গা! গত ২০ জানুয়ারির রাতে একের পর এক পথচারী বাঁদরের হামলায় আহত হন, আর আশ্চর্যের বিষয়, প্রত্যেক আক্রান্তেরই ক্ষতিগ্রস্ত হয়েছে অণ্ডকোষ।
ট্রাকচালক জর্জ পিটারস বলেন, "আমি ভাবতেও পারিনি একটা বাঁদর সোজা সেই জায়গায় ঝাঁপিয়ে পড়বে! বাঁচতে পেরেছি, কিন্তু এখনো ভয় কাটেনি।" ঠিক একই অভিজ্ঞতা জানিয়েছেন স্থানীয় আরও পাঁচজন পুরুষ। কেউ রাস্তায় দাঁড়িয়ে ফোনে কথা বলছিলেন, কেউ ছিল বাইকে—সব ক্ষেত্রেই বাঁদরের আক্রমণ ছিল নিচু ও নিশানাযুক্ত।
বিশেষজ্ঞরা বলছেন, এই আচরণ অস্বাভাবিক হলেও একেবারে ব্যাখ্যাতীত নয়। প্রাণিবিদ ডঃ লরেন্স ম্যাকার্থি জানান, “বাঁদররা স্বাভাবিকভাবেই প্রতিপক্ষকে দুর্বল করতে শরীরের সবচেয়ে সংবেদনশীল অংশে আঘাত করে। অণ্ডকোষ এক্ষেত্রে সহজ টার্গেট এবং হামলার পর দ্রুত পলানো সহজ হয়।”
তবে প্রশ্ন উঠছে—শুধু পুরুষরাই কেন শিকার?
ডঃ ম্যাকার্থি মনে করেন, বাঁদরেরা হয়তো পুরুষদের চলাফেরা, কণ্ঠস্বর বা শরীরী ভাষা থেকে একধরনের শত্রুতা বা প্রতিযোগিতা অনুভব করছে। “এটা হতে পারে আধিপত্যের লড়াইয়ের একটা আদিম আচরণ,” বলেন তিনি।
