আজকাল ওয়েবডেস্ক: বৃহস্পতিবার দুপুরে আহমেদাবাদে এয়ার ইন্ডিয়া বিমান দুর্ঘটনা নিয়ে দুঃখপ্রকাশ করে ক্রীড়ামহল। ক্রীড়াবিদদের মধ্যে প্রাক্তন ভারতীয় ক্রিকেটার ইউসুফ পাঠান এবং হরভজন সিং সবার আগে সমবেদনা জানান। ইউসুফ বলেন, 'আহমেদাবাদে এয়ার ইন্ডিয়ার আহমেদাবাদ-লন্ডনগামী বিমান দুর্ঘটনার খবরে হতবাক। সমস্ত যাত্রী এবং বিমানকর্মীদের জন্য প্রার্থনা রইল।' এয়ার ইন্ডিয়া বিমান দুর্ঘটনায় ব্যথিত হরভজন সিং। মৃতদের পরিবারের প্রতি সমবেদনা জানান। আহমেদাবাদ থেকে লন্ডনগামী বিমান টেক অফের পরপরই দুর্ঘটনার কবলে পড়ে। নিজের এক্স হ্যান্ডেলে হরভজন লেখেন, 'আহমেদাবাদে এয়ার ইন্ডিয়া বিমান দুর্ঘটনায় আমি হতবাক এবং ব্যথিত। মৃতদের পরিবারের জন্য আমার প্রার্থনা রইল। এই ধরনের পরিস্থিতি ভাষায় ব্যক্ত করা যাবে না। আশা করব, আক্রান্তদের পরিবার শক্তি এবং সাহস পাবে। ঘটনায় ক্ষতিগ্রস্থদের জন্য সমবেদনা রইল।' ইনস্টাগ্রামে সমবেদনা জানান রোহিত শর্মা। লেখেন, 'আহমেদাবাদের খবর বেদনাদায়ক। মৃতদের পরিবারের জন্য প্রার্থনা এবং সমবেদনা রইল।'
শুধুমাত্র ভাজ্জি এবং পাঠান নয়, আইপিএলের দল পাঞ্জাব কিংস এবং গুজরাট টাইটান্স এই নিয়ে সোশ্যাল মিডিয়ায় বার্তা দেন। গুজরাট টাইটান্সের পক্ষ থেকে সমবেদনা জানানো হয়। সোশ্যাল মিডিয়ায় গুজরাট ফ্র্যাঞ্চাইজির পক্ষ থেকে লেখা হয়, 'আহমেদাবাদের বিমান দুর্ঘটনায় আমরা দুঃখিত। মৃতদের পরিবারের জন্য প্রার্থনা রইল।' পাঞ্জাব কিংসের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে লেখা হয়, 'আহমেদাবাদে হৃদয়বিদারক ঘটনা। যাত্রী, বিমানকর্মী এবং তাঁদের পরিবারের জন্য প্রার্থনা রইল।' ঘটনায় দুঃখপ্রকাশ করেন আফগান তারকা রশিদ খান। তিনি লেখেন, 'বিমান দুর্ঘটনায় আমি হতবাক। মৃতদের পরিবারের জন্য প্রার্থনা রইল। ওই এলাকার মানুষের নিরাপত্তা কামনা করি।' সমবেদনা জানান পিভি সিন্ধুও। তিনি লেখেন, 'এই মর্মান্তিক বিমান দুর্ঘটনায় আমি অত্যন্ত ব্যথিত। ২৪২ যাত্রীর জন্য আমার প্রার্থনা রইল।' এছাড়াও সোশ্যাল মিডিয়ায় দুঃখপ্রকাশ করেন সুরেশ রায়না, মহম্মদ সিরাজ, দীনেশ কার্তিক, ইশান্ত শর্মা, ভিনিশ ফোগাত, পিটি ঊষা প্রমুখ।
