আজকাল ওয়েবডেস্ক: টাকমাথা মানেই কি আত্মবিশ্বাসে ঘাটতি? পুরুষের সৌন্দর্যবোধের পতন? টাক পড়লে কি সমাজ একটু বাঁকা চোখে তাকায়? এই সব প্রচলিত ধারণাকে কার্যত উল্টে দিল এক সাম্প্রতিক সমীক্ষা। সমীক্ষায় স্পষ্ট দেখা গিয়েছে, টাক পড়া পুরুষদের দিকেই এখন বেশি আকৃষ্ট হচ্ছেন মহিলারা।
হ্যাঁ, ঠিকই পড়ছেন। একদম মাথা কামানো ‘ক্লিন’ লুকের পুরুষরাই এখন মহিলাদের পছন্দের তালিকায় শীর্ষ স্থান দখল করে নিচ্ছেন। ব্রিটেনের জনপ্রিয় ডেটিং সংস্থা ইলিসিট এনকাউন্টারস ২০২৫ সালের শুরুতে ২,০০০ জন প্রাপ্তবয়স্ক মহিলার উপর একটি অনলাইন সমীক্ষা চালায়। উদ্দেশ্য ছিল—আধুনিক মহিলারা কোন ধরনের পুরুষকে সবচেয়ে বেশি আকর্ষণীয় বলে মনে করেন, তা জানা।
সমীক্ষার ফলাফলে দেখা যায়, পেশিবহুল এবং ‘টাক পড়া’ পুরুষই সর্বাধিক পছন্দ মহিলাদের। অংশগ্রহণকারীদের ৪০ শতাংশই জানিয়েছেন, তাঁরা সম্পূর্ণ টাক পড়া বা মাথা কামানো পুরুষদের প্রতি বেশি আকৃষ্ট হন।
 
 কেন এই আকর্ষণ? মনোবিদদের মতে, এর পিছনে আছে একাধিক মনস্তাত্ত্বিক ও সামাজিক কারণ—
১. আত্মবিশ্বাস ও নেতৃত্বের ছাপ
 
 টাক পড়া পুরুষদের মধ্যে আত্মবিশ্বাস অনেক বেশি ধরা পড়ে। তাঁরা নিজেকে লুকিয়ে রাখেন না, বরং নিজের লুককে আপন করে নেন এবং সহজেই সমাজের বিভিন্ন ধরনের মানুষের সঙ্গে মিশতে পারেন। এই সাহসিকতাই মহিলাদের কাছে আকর্ষণীয় হয়ে ওঠে।
২. পরিণত মানসিকতা ও স্থায়িত্বের বার্তা
 
 টাককে অনেকেই পরিণত বয়স, অভিজ্ঞতা ও জীবনের স্থিতিশীলতার প্রতীক হিসেবে দেখেন। বিশেষত, সংসার বা দীর্ঘস্থায়ী সম্পর্কে যাঁরা বিশ্বাসী, তাঁদের কাছে এই চেহারা বাড়তি নির্ভরতার আভাস দেয়।
৩. সেলেব প্রভাব
 
 ডোয়েন ‘দ্য রক’ জনসন, ব্রুস উইলিস, জেসন স্ট্যাথ্যামের মতো একাধিক আন্তর্জাতিক চিত্রতারকা তাঁদের লুককে আত্মবিশ্বাসের সঙ্গে বহন করেছেন। ভারতেও রয়েছেন অনুপম খের কিংবা ক্রিকেটার শিখর ধাওয়ান। তাঁদের সেই রাফ-অ্যান্ড-টাফ ব্যক্তিত্ব অনেক মহিলার মন কেড়েছে।
