সংবাদসংস্থা মুম্বই:

বক্স অফিস কাঁপাচ্ছে ‘হাউসফুল ৫’

অক্ষয় কুমারের ‘হাউসফুল ৫’ হেসে-খেলে ঢুকে পড়ল ১০০ কোটির ক্লাবে! মুক্তির মাত্র চার দিনের মাথায় এই কমেডি-হুডানিট ঘরানার সিনেমা ভারতীয় বক্স অফিসে নেট কালেকশন ছুঁয়েছে ১০০.৫০ কোটি টাকা, মোট কালেকশন ১২০.৫০ কোটি টাকা। এর সঙ্গেই বিদেশের বাজার থেকেও এসেছে ৪০ কোটি টাকার আয়। সব মিলিয়ে গ্লোবাল কালেকশন দাঁড়িয়েছে ১৬০ কোটি টাকাতে!

 

স্যাকনিক-এর প্রতিবেদন অনুযায়ী, ভারতেই এখন পর্যন্ত সিনেমার নেট আয় ১০৪.৯৮ কোটি টাকা, যা প্রযোজক সংস্থার পক্ষ থেকেও নিশ্চিত করা হয়েছে।

 

অক্ষয়-রিতেশ-আয়ুষ্মানদের জমজমাট হাস্যরস আর রহস্যে মোড়া এই ফ্র্যাঞ্চাইজির পঞ্চম পর্ব নিয়ে দর্শকদের উন্মাদনা তুঙ্গে। শুধুই ভারত নয়, ওভারসিজেও ছবির জনপ্রিয়তা আকাশছোঁয়া!

 

অন্তর্বাস পরেই ক্রিকেট ময়দানে!

"টেকনিক নেই, কিন্তু জোর আছে!" অন্তর্বাস পরে ক্রিকেট খেলেই নেটদুনিয়া কাঁপালেন টাইগার শ্রফ।

 

ব্যস্ত শিডিউলের মাঝেই একটু মজা—এই তো জীবন! সম্প্রতি টাইগার শ্রফ আর অক্ষয় কুমার একসঙ্গে ক্রিকেট খেললেন বন্ধুবান্ধবদের সঙ্গে। আর সেই ‘মজা’র ভিডিও শেয়ার করে রীতিমতো ঝড় তুলেছেন টাইগার নিজেই!ইনস্টাগ্রামে তাঁর পোস্ট করা ভিডিওতে দেখা গেল, টাইগার খেলছেন খালি গায়ে, শুধুমাত্র অন্তর্বাস পরে—আর তার সঙ্গে জ্বলজ্বলে সিক্স-প্যাক অ্যাবস। ব্যাট হাতে ছক্কা হাঁকাচ্ছেন একের পর এক! "টেকনিক কিছু নেই, কিন্তু জোর আছে"—এই ক্যাপশনেই নিজের ব্যাটিংয়ের শক্তি বুঝিয়ে দিলেন টাইগার।

আর মাঠে সেই শট দেখে খোদ অক্ষয় কুমারও বেজায় ইমপ্রেসড! একসঙ্গে খেললেও, টাইগারের ‘হট ক্রিকেট মুভ’ দেখে তাক লেগে গেল ভক্তদেরও। কমেন্ট সেকশনে ঝড়—"বক্সার বয় টাইগার"

 

ফের বাবা হলেন বৎসল

ফের খুশির খবরে মাতোয়ারা ঈশিতা-বৎসল! তাঁদের কোল জুড়ে এল কন্যাসন্তান। বলিউডের প্রিয় দম্পতি ঈশিতা দত্ত ও বৎসল শেঠ আবারও সুখবর নিয়ে হাজির! তাদের জীবনে এল দ্বিতীয় সন্তান। মঙ্গলবার গভীর রাতে এক আবেগঘন ইনস্টাগ্রাম পোস্টে ঈশিতা নিজেই এই খুশির খবর ভাগ করে নিলেন ভক্তদের সঙ্গে।

 

হাসপাতাল থেকে শেয়ার করা ছবিতে দেখা যাচ্ছে—বৎসলের কোলে সদ্যোজাত কন্যা, মুগ্ধ চোখে তাকিয়ে বড় ছেলে বায়ু। আর একদিকে মা ঈশিতা কন্যাকে আঁকড়ে ধরে আছেন পরম মমতায়। যদিও একরত্তির মুখ ভালবাসার হৃদয় ইমোজিতে ঢেকে দিয়েছেন মা-বাবা, তবু সেই মুহূর্তের আবেগে গলে গিয়েছে গোটা নেটদুনিয়া।